Ajker Patrika

মহিষ পালন ও খামার ব্যবস্থাপনায় প্রশিক্ষণ

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৪: ০৫
মহিষ পালন ও খামার ব্যবস্থাপনায় প্রশিক্ষণ

বাউফলে মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী খামারি প্রশিক্ষণ গতকাল শুক্রবার শেষ হয়েছে। এতে উপজেলার ৫০ জন খামারি অংশ নেন।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে গত বুধবার সকাল ১০টার দিকে ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আজহারুল ইসলাম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ফকরুজ্জামান, মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক গৌতম কুমার দেব, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন শুভ মজুমদার প্রমুখ।

প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর ছিলেন একই ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাফিজুর রহমান।

প্রশিক্ষণে অংশ নেওয়া কেশবপুর ইউনিয়নের খামারি রবিউল আলম (৪৫) বলেন, ‘আমার ৯২টি মহিষ আছে। অনেক বিষয়ই অজানা ছিল। এই প্রশিক্ষণের মাধ্যমে মহিষের শ্রেণি বিভাগ, মহিষের রোগ নির্ণয় ও রোগ প্রতিরোধে করণীয় বিষয়সহ নানা বিষয়ে জানতে পেরেছি।’

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘যে কোনো কাজ ভালোভাবে করতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত