Ajker Patrika

করোনার টিকাদানে লক্ষ্যমাত্রা অতিক্রম

সম্পাদকীয়
আপডেট : ০২ মার্চ ২০২২, ০৯: ০৭
করোনার টিকাদানে লক্ষ্যমাত্রা অতিক্রম

নির্দেশনা অনুযায়ী, দেশের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রাও এর মধ্য দিয়ে অর্জিত হয়েছে। করোনার টিকা আবিষ্কার এবং দেশে এই টিকা আনার পর প্রাথমিকভাবে ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রার কথা জানানো হলেও পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে তা পুনর্নির্ধারণ করা হয়। টিকা সংগ্রহ নিয়ে মাঝখানে কিছু অনিশ্চয়তা তৈরি হলেও পরে একাধিক উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়। করোনা মোকাবিলায় পৃথিবীর অনেক দেশ হিমশিম খেয়েছে, প্রয়োজনীয় টিকা কেনাও কোনো কোনো দেশের পক্ষে সম্ভব হয়নি, কিন্তু বাংলাদেশ সরকার মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার বিবেচনা করে সময়মতো যথাযথ পদক্ষেপ নিতে দ্বিধা করেনি। টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারায় সরকারকে অভিনন্দন।

টিকা গ্রহণে মানুষের অনীহা দূর করার জন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে। সরকারি প্রচারমাধ্যম, বিভিন্ন গণমাধ্যম এবং মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমেও প্রচার করা হয়েছে। এ ছাড়া দোকানদার, পরিবহনশ্রমিক ও মালিক সমিতির মাধ্যমেও প্রচার হচ্ছে। শেষ তিন দিনের টিকা দেওয়ার জন্য দেশে দেড় লাখের বেশি স্বাস্থ্যকর্মী এবং বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক ও কমিউনিটি মোটিভেটর দায়িত্ব পালন করেছেন। এ কাজটি খুব সহজ ছিল না। তবে সংশ্লিষ্ট সবার দায়িত্ব পালনে আন্তরিকতার জন্যই কঠিন কাজটি সফলতার মুখ দেখেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, গত ২৬ ফেব্রুয়ারির আগেই করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন ১০ কোটি ২৫ লাখ ৩ হাজার ৬২৮ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭ কোটি ৬৭ লাখ ৫০ হাজার ৩৩৫ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৩১ লাখ ৩ হাজার ৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, তিন দিনে দেড় কোটির মতো মানুষকে টিকা দেওয়ায় ৭০ শতাংশের টার্গেট অতিক্রম করেছে বাংলাদেশ। জনগোষ্ঠীর ৭৩ শতাংশকে প্রথম ডোজ টিকাদান সম্পন্ন করেছে বাংলাদেশ।

এখন আনুমানিক যে পাঁচ কোটি মানুষ করোনা টিকার আওতার বাইরে আছে, তাদের অধিকাংশের বয়স ১২ বছরের নিচে। তবে ১২ বছরের ওপরে যদি কেউ এখনো টিকা না নিয়ে থাকে, তাহলে তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। বাদ পড়াদের টিকার আওতায় আনতে নতুন নির্দেশনা আসতে পারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে টিকা এসেছে ২৭ কোটি ৬৭ লাখের বেশি। সেই হিসাবে সরকারের হাতে পর্যাপ্ত টিকা মজুত আছে। করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমে এসেছে। আমরা আশা করব, সবার সম্মিলিত প্রচেষ্টায় সব বাধা কাটিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আমাদের ধমনিতে শহীদের রক্ত, এ রক্ত পরাভব মানে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত