Ajker Patrika

মাঠ ছাড়েননি বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ৫৭
মাঠ ছাড়েননি বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা

দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ না নিলেও মাঠ ছাড়েননি বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন ইউপিতে এ দুই দলের অনেক নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুড়িগ্রাম জেলা জামায়াতের নায়েবে আমির, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির, বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সভাপতিসহ বিভিন্ন পদের নেতারা।

ফুলবাড়ীতে ছয় ইউপির তিনটিতে জামায়াত-বিএনপির প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন। তাঁরা হলেন উপজেলার নাওডাঙ্গা ইউপির নাওডাঙ্গা জামায়াতের আমির সামশুল আলম বাবুল ও বিএনপির সাধারণ সম্পাদক মুসাব্বের আলী মুসা, ভাঙ্গামোড় ইউপির কুড়িগ্রাম জেলা জামাতের নায়েবে আমির ও ভাঙ্গামোড় ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান আ ফ ম আমিনুল ইসলাম এবং বড়ভিটা ইউপিতে উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম। তবে এ উপজেলার অন্যান্য ইউপিতে বিএনপি-জামায়াতের কোনো প্রার্থী নেই।

নাওডাঙ্গা ইউপির বর্তমান চেয়ারম্যান মুসাব্বির আলী বলেন, ‘এ ইউপির ভোটারেরা আমাকে পরপর দুবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। জনপ্রিয়তা ধরে রাখতে আমি ভোটের লড়াইয়ে আছি।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, বিএনপি কেন্দ্রীয় নির্দেশনা মেনে ফুলবাড়ী উপজেলার ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দেয়নি। তবে বেশ কয়েকজন ব্যক্তিগতভাবে নিজ দায়িত্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজির হোসেন বলেন, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে তাঁরা নির্বাচন করছেন। দল তাঁদের দায় নেবে না।’

উপজেলার ছয় ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ৩৬ হাজার ১৩৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৩৭২ এবং নারী ভোটার ৬৮ হাজার ৭৬৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত