Ajker Patrika

পদ্মায় দুর্বৃত্তদের গুলিতে ৫ বালুশ্রমিক আহত

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫: ৫২
পদ্মায় দুর্বৃত্তদের গুলিতে  ৫ বালুশ্রমিক আহত

রাজবাড়ী থেকে বালু কাটতে গিয়ে মাঝ পদ্মায় দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন বালুকাটা শ্রমিক আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে পাবনার জেলার নাজিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বরিশালের সেন্টু মোল্লার ছেলে আবু তালেব মোল্লা (৩৫), চাঁদপুরের সিদ্দিকের হোসেনের ছেলে মমিন হোসেন (৪২) ও আলী আহমেদের ছেলে আলী আকবর (৩০), ময়মনসিংহের সামছু শেখের ছেলে হাবিব শেখ (৩৪) এবং ভোলার খোরশেদ আলমের ছেলে মোশারফ শেখ (৩৪)। এর মধ্যে তালেবের শরীরে ৫টি গুলি লেগেছে।

আহতেরা জানান, সকালে রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাট থেকে পাবনার নাজিরগঞ্জে পদ্মায় বালু উত্তোলন করতে যান। এ সময় ওই এলাকার কয়েকজন দুর্বৃত্তরা স্প্রিডবোটযোগে এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে কয়েকজন আহত এবং একজন গুলিবিদ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রমিক আব্দুল হান্নান জানান, তাঁরা প্রতিদিনের মতো কাজ করতে গেলে ৫টি ট্রলারে এসে কিছু লোক আমাদের বাল্কহেডে গুলি করে। এতে একজন গুলিবিদ্ধ হন। পরে তাঁদের ড্রেজার মেশিন ও বাল্কহেডটি নিয়ে চলে যায়।

সদর হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান জানান, আবু তালেবের শরীরে ৫টি গুলি লেগেছে। তবে সে আশঙ্কামুক্ত।

রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদত হোসেন জানান, ঘটনাটি পাবনা জেলার। তাদের আইনি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। পাবনা জেলা পুলিশ সহায়তা চাইলে সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত