Ajker Patrika

মতলব উত্তরে ভোটের গেজেট প্রকাশ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৬
মতলব উত্তরে ভোটের গেজেট প্রকাশ

সদ্য অনুষ্ঠিত চাঁদপুরের মতলব উত্তরের ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরে ইউপিগুলোর গেজেট প্রকাশ করা হয়।

মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন জানান, ইউপি নির্বাচনের গেজেট রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরেই প্রকাশিত হয়। এবারও তাই হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন ভেদে ভিন্ন ভিন্ন তারিখে এসব গেজেট প্রকাশ করা হয়েছে।

গত ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলার ১৩ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭টি ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। তাঁদের মধ্যে আবার আওয়ামী লীগের ৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন ৬ জন।

প্রকাশিত গেজেট অনুযায়ী—ষাটনল ইউপির চেয়ারম্যান মো. ফেরদাউস আলম, বাগানবাড়ি ইউপির চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুন, সাদুল্লাপুর ইউপির চেয়ারম্যান মো. জোবাইর আজীম পাঠান, দুর্গাপুর ইউপির চেয়ারম্যান মোকাররম হোসেন খান, কলাকান্দা ইউপির চেয়ারম্যান মো. ছোবাহান সরকার, মোহনপুর ইউপির চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, এখলাছপুর ইউপির চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করীম, ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন সরকার মুকুল, সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, গজরা ইউপির চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান।

একই গেজেটে সংরক্ষিত আসনের সদস্য ৩৯ জন ও সাধারণ আসনের সদস্য ১১৭ জনের নামের গেজেটভুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত