Ajker Patrika

রেলওয়ে মার্কেটের অবৈধ ৮০ দোকান উচ্ছেদ

বগুড়া প্রতিনিধি
রেলওয়ে মার্কেটের অবৈধ ৮০ দোকান উচ্ছেদ

বগুড়া শহরের স্টেশন রোডের বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী সরকার রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেটের ৮০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

গতকাল বুধবার শহরের স্টেশন রোডের ওই মার্কেটে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব। এ সময় প্রায় ১২ হাজার ৬০০ বর্গফুট জায়গায় অবৈধভাবে নির্মিত দোকানগুলো ভেঙে ফেলা হয়।

উচ্ছেদ অভিযানের একপর্যায়ে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় মার্কেট কমিটির সভাপতির ছেলে রায়হান কবিরকে মারধর করতে দেখা যায়। বগুড়া আওয়ামী লীগের সাবেক নেতা এবং শুকরা এন্টারপ্রাইজের ঠিকাদার আব্দুল মান্নান আকন্দের লোকজন তাঁকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

লালমনিরহাট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব জানান, বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট জায়গাটি লিজ নেয়। তবে মার্কেট নির্মাণে নিয়ম মানা হয়নি। রেলের আইন অমান্য করে পার্কিংয়ের ১২ হাজার ৬০০ বর্গফুট জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। একাধিকবার নোটিস দেওয়ার পরও অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত