Ajker Patrika

রাস্তায় ফেলে যাওয়া বাছা মিয়ার চির প্রস্থান

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২০
রাস্তায় ফেলে যাওয়া বাছা মিয়ার চির প্রস্থান

চৌদ্দগ্রামে রাস্তার পাশে ফেলে যাওয়া মো. বাছা মিয়ার (৯০) মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাছা মিয়ার দ্বিতীয় সংসারের সন্তানেরা তাঁকে রেখে যান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারের পশ্চিম পাশে রাস্তায় বাছা মিয়াকে তাঁর দ্বিতীয় সংসারের সন্তানেরা ফেলে রেখে চলে যান। শুভ নামে স্থানীয় এক যুবক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠো ফোনে খবর দিলে তিনি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স নিয়ে বাছা মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

প্রথম সংসারের বড় ছেলে মো. মামুন মিয়া বলেন, ‘আমার বাবার সঙ্গে দীর্ঘ ৩০ বছর আমাদের কোনো যোগাযোগ ছিল না। আমরা দুই ভাই ও চার বোন। তিনি দ্বিতীয় সংসারের সন্তানদের সঙ্গে বসবাস করতেন। মৃত্যুর সংবাদ পেয়ে আমি বাড়িতে এসে গতকাল সোমবার সকালে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসিবুর রহমান বলেন, গত রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক বাছা মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সময় মতো চিকিৎসা এবং না খাওয়ায় তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া তার শ্বাসকষ্ট ছিল। রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মনজুরুল হক বলেন, খবর পেয়ে বাছা মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। রাতেই তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত