Ajker Patrika

শিক্ষার্থীবন্ধু রজব আলী

মিজান মাহী, দুর্গাপুর
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৪: ২৬
শিক্ষার্থীবন্ধু রজব আলী

‘সবার মামা, রজব মামা। জয় হোক, জয় হোক’—স্লোগানে মুখরিত হয়ে উঠল বিদ্যালয় মাঠের এক পাশ। এরপর শিক্ষার্থীরা রজব আলীর গলায় মালা পরিয়ে, কাঁধে তুলে নিয়ে, ফুল ছিটাতে ছিটাতে পুরো মাঠ ঘুরিয়ে তাঁকে নিয়ে গেল মঞ্চের দিকে। সেখানে শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা।

৫০ বছর পূর্তি উপলক্ষে দুর্গাপুর উপজেলার আমগাছী সাহারবানু উচ্চবিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে এভাবেই রজব আলীকে সংবর্ধনা দেওয়া হয় গত শনিবার।

এই রজব আলী (৪৫) একজন চা-বিক্রেতা। বিদ্যালয়টির পাশে ২১ বছর ধরে চা বিক্রি করছেন। এলাকায় পরিচিত ছাত্রবন্ধু হিসেবে। তিনি গরিব ও অসহায় ছাত্রের কলম-খাতা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে থাকেন। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের খোঁজখবর রাখেন। থাকেন অসুখ-বিসুখেও পাশে। শুধু শিক্ষার্থীদের কাছে না, রজব আলী অভিভাবকদের কাছেও বেশ জনপ্রিয় একটি নাম।

রজব আলী বলেন, ২১ বছর ধরে এই বিদ্যালয়ের পাশে চা বিক্রি করেন তিনি। বিয়ে করেননি। সন্তান নেই। বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিজের সন্তান মনে হয়। একপর্যায়ে ২০০৮ সাল থেকে এই বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক গড়ে ওঠে।

দশম শ্রেণির শিক্ষার্থী মিশকাতুল বলেন, ‘আমাদের সবার প্রিয় রজব মামা। তাঁর কাছে আমরা সব খুলে বলতে পারি। সমস্যা সমাধান করে দেন তিনি। গরিব অসহায় শিক্ষার্থীদের কলম খাতা দিয়েও সহযোগিতা করেন তিনি। প্রত্যেক শিক্ষার্থীকেই তিনি ভালোভাবে চেনেন।’

উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল ইসলাম বলেন, বিদ্যালয়ে ৭০০ শিক্ষার্থী রয়েছে। সবার সঙ্গে নিবিড় সম্পর্ক রজব আলীর। তিনি নিজের সন্তানের মতো সবাইকে ভালোবাসেন। তাঁকেও সম্মান করে শিক্ষার্থীরা। পড়ালেখার খোঁজখবর নিতে অভিভাবকের বাড়িতেও ছুটে যান তিনি। তাই প্রতিবছরই ভালো কাজের কৃতিত্বস্বরূপ শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী রজব আলীকে সংবর্ধনা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত