Ajker Patrika

দরপত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১২: ২৩
দরপত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া

সদর দক্ষিণ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের দরপত্রের শিডিউল কেনা নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গতকাল দুপুরে উপজেলা পরিষদের সামনে সংবাদ সম্মেলন করেন স্থানীয় ঠিকাদাররা। এঁদের মধ্যে বক্তব্য দেন ঠিকাদার সিরাজুল ইসলাম লিটন, সোলাইমান পোদ্দার, শরিফুল ইসলাম জনি ও আবু নোমান মোহাম্মদ ছায়েম প্রমুখ।

ঠিকাদাররা অভিযোগ করেন, প্রকল্পের দরপত্র জোরপূর্বক নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী ও তাঁর পক্ষের একজন ইউপি চেয়ারম্যান। তাঁরা নিজস্ব বাহিনী দিয়ে অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে শিডিউল কেনা এবং রশিদ সংগ্রহে বাধা দিচ্ছেন। শিডিউল ক্রয়ে আগ্রহী ঠিকাদারদের ওপর হামলা করেছেন। যাঁরা শিডিউল ক্রয় করেছেন, তাঁদের টাকার রশিদ নিতে না। অভিযোগকারীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিচার দাবি করেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী বলেন, ‘আমরা কোনো বাঁধা দেইনি। আমি সেখানে যাইনি। কারা কার ওপর হামলা চালিয়েছে তা সিসিটিভির ফুটেজ দেখলে বের হয়ে আসবে।’

এ বিষয়ে জানতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মিজানুর রহমানকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘ঠিকাদারদের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত