Ajker Patrika

‘ফ্যামিলি কার্ডে’ টিসিবির পণ্য বিক্রি শুরু

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২১ মার্চ ২০২২, ১১: ২৯
‘ফ্যামিলি কার্ডে’ টিসিবির পণ্য বিক্রি শুরু

সারা দেশের সঙ্গে একযোগে চট্টগ্রাম ও চাঁদপুরেও ‘ফ্যামিলি কার্ডে’ টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল রোববার এই দুই জেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

হাজীগঞ্জ: হাজীগঞ্জে প্রায় ১৫ হাজার হতদরিদ্র পরিবার টিসিবির পণ্য পাচ্ছেন। গতকাল সকালে হাজীগঞ্জের কালচোঁ উত্তর ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন থেকে প্রায় দুই হাজার কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, ‘সোমবার আমার ইউনিয়নে ১৫৮৫ কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য গ্রহণ করার লক্ষ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, উপজেলার ১৪৮২১ জন নিম্ন আয়ের মানুষকে টিসিবি পণ্য দিচ্ছি। শুধু মাত্র ফ্যামিলি কার্ড যারা পেয়েছেন তারাই এই টিসিবি পণ্য পাচ্ছেন। টিসিবি পণ্যসামগ্রী খাদ্য গুদামে সংরক্ষণ ও প্যাকেটজাতকরণ করা হয়েছে। যা আমরা সার্বক্ষণিক তদারকি করছি।

মতলব উত্তর: উপজেলার ১৪টি ইউনিয়নে ১৫ হাজার ৭৮৮টি পরিবারে পাবে এই সুবিধা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ও মোহনপুর ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। টিসিবির পণ্য দোকানে বিক্রি করা ঠেকাতে সরকারের বিশেষ নির্দেশনায় ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু করা হয়।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান জানান, উপজেলার ১৫ হাজার ৭৮৮ পরিবার টিসিবি’র পণ্য পাবেন। টিসিবি’র পণ্য বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে থাকবে মনিটরিং টিম। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ে ও উপজেলা প্রশাসনের পক্ষে পৃথক মনিটরিং টিম মাঠে থাকবে।

মতলব দক্ষিণ: মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে খাদেরগাঁও ইউনিয়নে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত