Ajker Patrika

ট্রাক - অটোভ্যানের সংঘর্ষ এমিতখানার দুই ছাত্র নিহত

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬: ০৯
ট্রাক - অটোভ্যানের সংঘর্ষ এমিতখানার দুই ছাত্র নিহত

জয়পুরহাটে ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে এতিমখানার দুজন ছাত্র নিহত হয়েছে। গত সোমবার বিকেলে সদর উপজেলার আমদই ইউনিয়নের কিন্দুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও সাতজন ছাত্র আহত হয়েছে। তারা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত দুই ছাত্র হলো জিহাদ হোসেন (১৬), সে পাঁচবিবির সারারপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে এবং আব্দুল্লাহ (৮), সে উপজেলার শাইলট্টি গ্রামের আবুল হোসেনের ছেলে। তারা উপজেলার শাইলট্রি মোড়ের লিল্লাহ বোডিং এতিমখানার ছাত্র।

আহতরা হলো আজিম (৭), তা-সীন (৮), সানাউল (২০), রিহান (১২), ওমর ফারুক (৯), আসমতুল্লাহ (১২) ও ছাইদুর জামান (১২)। তারা সবাই একই এতিমখানার শিক্ষার্থী।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, ১০ জন শিক্ষার্থী আমদইয়ের কিন্দুল গ্রামে ওই এতিমখানার জন্য ধান, চাল ও টাকা আদায় করতে এসেছিল। আদায় শেষে ভ্যানে করে এতিমখানায় ফিরছিল তারা। পথে কিন্দুল গ্রামের সড়কে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। সে সময় ঘটনাস্থলেই জিহাদ হোসেন মারা যায়।

সে সময় গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ (৮) নামের আরেক ছাত্রকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বগুড়া হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে ও মারা যায়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান সড়ক দুর্ঘটনায় দুজন ছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত