Ajker Patrika

বাড়ি ফিরছে নিখোঁজ দুই শিক্ষার্থী

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১: ৫৯
বাড়ি ফিরছে নিখোঁজ দুই শিক্ষার্থী

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর জামিয়া মাদ্রাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজের দুই দিন পর বাড়ি ফিরছে দুই শিক্ষার্থী। গত দুই দিন অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল বুধবার তাদের ঢাকা থেকে পুলিশের সহযোগিতায় রাজশাহী পাঠানো হয়। এরপর পরিবারের জিম্মায় দুজনকে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ওই মাদ্রাসার প্রধান শিক্ষক সামিরুল ইসলাম।

নিখোঁজ ওই দুই শিক্ষার্থী হলো—মুরসালিন (১৬) ও রাইসুল ইসলাম মোহন (১৬)। তারা আলীপুর জামিয়া মাদ্রাসার হেফজখানায় তিন বছর ধরে পড়াশোনা করত। তাদের নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

জিজ্ঞাসাবাদে ওই দুই শিক্ষার্থী জানায়, সোমবার সন্ধ্যায় তারা মাদ্রাসা থেকে পালিয়ে ট্রেনে করে ঢাকায় যায়। পরে ওখানকার পুলিশের সহযোগিতায় তাদের আবারও রাজশাহীতে পাঠানো হয়।

মাদ্রাসা কমিটি ও পুলিশ জানায়, আলীপুর জামিয়া মাদ্রাসায় মোট ৮০ শিক্ষার্থী রয়েছে। গত সোমবার সন্ধ্যায় মুরসালিন ও মোহনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ওই ঘটনায় মাদ্রাসার পক্ষ থেকে তাদের অভিভাবককে ডাকা হয়। এরপর গতকাল বুধবার দুপুরে তারা বাড়ি ফেরে।

মাদ্রাসার প্রধান শিক্ষক সামিরুল জানান, মাদ্রাসা থেকে পালিয়ে ঢাকায় গিয়েছিল দুজন। ওখানে পুলিশের নজর পড়লে তাদের আবারও রাজশাহীতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে তারা রাজশাহী রেল হয়ে দুর্গাপুরে আসে। তাদের দুজনকেই পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক আরও বলেন, তাঁদের মাদ্রাসায় দিনরাত ২৪ ঘণ্টাই নিয়ম-শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। এরপরও সোমবার সন্ধ্যা থেকে ওই দুই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর আগেও মাদ্রাসা থেকে মুরসালিন তিনবার পালিয়েছে। পরে মাদ্রাসা কমিটি সভা করে তাকে বহিষ্কার করে। পরে আবারও অভিভাবকের অনুরোধে তাকে মাদ্রাসায় নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত