প্রতিনিধি
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পূর্ব পাশে আগে থেকেই সীমানা প্রাচীর ছিল। তবে সেই প্রাচীর ভেঙে নতুন করে আবারও নির্মাণ করা হচ্ছে। আর এ কারণে কেটে ফেলা হচ্ছে ৪৫টি গাছ। গত তিন দিন ধরে গাছগুলো কাটছেন ঠিকাদারের লোকজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সব প্রক্রিয়া অনুসরণ করেই গাছগুলো কাটা হচ্ছে। এ নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। তবে পরিবেশ আন্দোলনের কর্মীরা বলছেন, পুরোনো প্রাচীর নতুন করতে তাজা গাছ কাটা অযৌক্তিক। এই গাছগুলো মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং রোগীর স্বজনদের ছায়া দিত।
হাসপাতালের পূর্ব পাশে সীমানা প্রাচীরের পাশ দিয়েই একটি রাস্তা চলে গেছে বিলশিমলার দিকে। এই রাস্তার পূর্ব দিকে রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী নার্সিং ইনস্টিটিউট। মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং কলেজের শিক্ষকদের আবাসিক ভবনগুলোতেও যেতে হয় এই রাস্তা দিয়ে। গাছগুলো তাদেরও ছায়া দিত। এখন এলাকাটি ফাঁকা হয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা একের পর এক গাছ কাটছেন। উঁচু উঁচু মেহগনি, রেইনট্রি, আম, কাঁঠাল ও ডাব গাছগুলো কেটে সাবাড় করা হচ্ছে। একই সঙ্গে রামেক হাসপাতালের পুরোনো সীমানা প্রাচীর একদিক থেকে ভাঙা হচ্ছে। আর অন্যদিক থেকে একই স্থানটিতে নতুন করে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। পুরোনো এই প্রাচীরটি নতুন করতেই গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে।
এ নিয়ে মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী অবশ্য কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এটা হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়। আমি কোনো মন্তব্য করতে পারব না।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহী জেলা সভাপতি জামাত খান বলেন, বছরের পর বছর গাছগুলো রোগী, রোগীর স্বজন, মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকদের ছায়া দিত। পাখির কলকাকলিতে এলাকাটি মুখর থাকত। শুধু পুরোনো প্রাচীর নতুন করার জন্য গাছগুলো কেটে ফেলা ঠিক হচ্ছে না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আরও বিশ্লেষণের প্রয়োজন ছিল।
গাছ কাটার সময় ওই এলাকাতেই ছিলেন নিলামে গাছ কেনা প্রতিষ্ঠান জিয়া টিম্বার সমিলের মালিক আবদুল হাকিম। তিনি বলেন, আমরা ৪৫টা গাছ কিনেছি। গত তিন-চার দিন আগে গাছ কাটা শুরু হয়েছে। গোটা জুন মাসজুড়েই গাছ কাটার কাজ চলবে। দুই-চার দিন এদিক সেদিক হতে পারে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রাচীর নির্মাণের জন্য রাস্তার পাশের ছাড়াও হাসপাতালের বহির্বিভাগ এবং পেছনে আরও কিছু গাছ নিলামে বিক্রি করা হয়েছে। ক্যানসার সেন্টার নির্মাণের জন্য হাসপাতালের পেছনের গাছগুলো বিক্রি করা হয়েছে। তবে কত টাকায় গাছ বিক্রি করা হয়েছে তা কর্তৃপক্ষ জানায়নি।
সীমানা প্রাচীরের জন্য তাজা গাছ কাটার বিষয়ে জানতে চাইলে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতি নেওয়া হয়েছে। সকল প্রক্রিয়া অনুসরণ করেই গাছ কাটা হচ্ছে। এ নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।
তিনি বলেন, আগের সীমানা প্রাচীরটা জরাজীর্ণ হয়ে গিয়েছিল। তা ছাড়া প্রাচীরটি ছিল নিচু। এতে চোর ঢুকে পড়তো। প্রাচীর টপকে সহজে চোর পালিয়েও যাচ্ছিল। এ কারণে পুরোনো প্রাচীর ভেঙে নতুন করে উঁচু প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এতে হাসপাতালে চোরের উপদ্রব কমবে।
এর আগে গত বছরের ডিসেম্বরে রামেক হাসপাতাল এলাকা থেকে পাখি তাড়াতে শতাধিক গাছের ডালপালা কেটে ফেলা হয়। এসব গাছে হাজার হাজার শামুকখোল পাখি বাসা বেঁধেছিল। পাখিরা গাছগুলোতে ডিম দিয়ে বাচ্চাও ফুটিয়েছিল। এসব পাখিরা আগে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশের গাছপালায় থাকত। কারা একাডেমি করার জন্য ওই এলাকার গাছগুলো কাটা হয়। এতে নীড়হারা হয়ে পাখিরা হাসপাতালের গাছপালায় আশ্রয় নেয়। কিন্তু পাখির বিষ্ঠায় রোগীর স্বজনদের অসুবিধা হয় বলে গাছের ডালপালা কেটে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো প্রতিবাদ জানালেও লাভ হয়নি। তখন হাসপাতাল পরিচালক বলেছিলেন, হাসপাতাল এলাকা পাখির অভয়াশ্রম হতে পারে না। গোটা বিশ্বের কোথাও এটা নেই।
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পূর্ব পাশে আগে থেকেই সীমানা প্রাচীর ছিল। তবে সেই প্রাচীর ভেঙে নতুন করে আবারও নির্মাণ করা হচ্ছে। আর এ কারণে কেটে ফেলা হচ্ছে ৪৫টি গাছ। গত তিন দিন ধরে গাছগুলো কাটছেন ঠিকাদারের লোকজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সব প্রক্রিয়া অনুসরণ করেই গাছগুলো কাটা হচ্ছে। এ নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। তবে পরিবেশ আন্দোলনের কর্মীরা বলছেন, পুরোনো প্রাচীর নতুন করতে তাজা গাছ কাটা অযৌক্তিক। এই গাছগুলো মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং রোগীর স্বজনদের ছায়া দিত।
হাসপাতালের পূর্ব পাশে সীমানা প্রাচীরের পাশ দিয়েই একটি রাস্তা চলে গেছে বিলশিমলার দিকে। এই রাস্তার পূর্ব দিকে রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী নার্সিং ইনস্টিটিউট। মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং কলেজের শিক্ষকদের আবাসিক ভবনগুলোতেও যেতে হয় এই রাস্তা দিয়ে। গাছগুলো তাদেরও ছায়া দিত। এখন এলাকাটি ফাঁকা হয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা একের পর এক গাছ কাটছেন। উঁচু উঁচু মেহগনি, রেইনট্রি, আম, কাঁঠাল ও ডাব গাছগুলো কেটে সাবাড় করা হচ্ছে। একই সঙ্গে রামেক হাসপাতালের পুরোনো সীমানা প্রাচীর একদিক থেকে ভাঙা হচ্ছে। আর অন্যদিক থেকে একই স্থানটিতে নতুন করে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। পুরোনো এই প্রাচীরটি নতুন করতেই গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে।
এ নিয়ে মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী অবশ্য কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এটা হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়। আমি কোনো মন্তব্য করতে পারব না।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহী জেলা সভাপতি জামাত খান বলেন, বছরের পর বছর গাছগুলো রোগী, রোগীর স্বজন, মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকদের ছায়া দিত। পাখির কলকাকলিতে এলাকাটি মুখর থাকত। শুধু পুরোনো প্রাচীর নতুন করার জন্য গাছগুলো কেটে ফেলা ঠিক হচ্ছে না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আরও বিশ্লেষণের প্রয়োজন ছিল।
গাছ কাটার সময় ওই এলাকাতেই ছিলেন নিলামে গাছ কেনা প্রতিষ্ঠান জিয়া টিম্বার সমিলের মালিক আবদুল হাকিম। তিনি বলেন, আমরা ৪৫টা গাছ কিনেছি। গত তিন-চার দিন আগে গাছ কাটা শুরু হয়েছে। গোটা জুন মাসজুড়েই গাছ কাটার কাজ চলবে। দুই-চার দিন এদিক সেদিক হতে পারে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রাচীর নির্মাণের জন্য রাস্তার পাশের ছাড়াও হাসপাতালের বহির্বিভাগ এবং পেছনে আরও কিছু গাছ নিলামে বিক্রি করা হয়েছে। ক্যানসার সেন্টার নির্মাণের জন্য হাসপাতালের পেছনের গাছগুলো বিক্রি করা হয়েছে। তবে কত টাকায় গাছ বিক্রি করা হয়েছে তা কর্তৃপক্ষ জানায়নি।
সীমানা প্রাচীরের জন্য তাজা গাছ কাটার বিষয়ে জানতে চাইলে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতি নেওয়া হয়েছে। সকল প্রক্রিয়া অনুসরণ করেই গাছ কাটা হচ্ছে। এ নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।
তিনি বলেন, আগের সীমানা প্রাচীরটা জরাজীর্ণ হয়ে গিয়েছিল। তা ছাড়া প্রাচীরটি ছিল নিচু। এতে চোর ঢুকে পড়তো। প্রাচীর টপকে সহজে চোর পালিয়েও যাচ্ছিল। এ কারণে পুরোনো প্রাচীর ভেঙে নতুন করে উঁচু প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এতে হাসপাতালে চোরের উপদ্রব কমবে।
এর আগে গত বছরের ডিসেম্বরে রামেক হাসপাতাল এলাকা থেকে পাখি তাড়াতে শতাধিক গাছের ডালপালা কেটে ফেলা হয়। এসব গাছে হাজার হাজার শামুকখোল পাখি বাসা বেঁধেছিল। পাখিরা গাছগুলোতে ডিম দিয়ে বাচ্চাও ফুটিয়েছিল। এসব পাখিরা আগে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশের গাছপালায় থাকত। কারা একাডেমি করার জন্য ওই এলাকার গাছগুলো কাটা হয়। এতে নীড়হারা হয়ে পাখিরা হাসপাতালের গাছপালায় আশ্রয় নেয়। কিন্তু পাখির বিষ্ঠায় রোগীর স্বজনদের অসুবিধা হয় বলে গাছের ডালপালা কেটে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো প্রতিবাদ জানালেও লাভ হয়নি। তখন হাসপাতাল পরিচালক বলেছিলেন, হাসপাতাল এলাকা পাখির অভয়াশ্রম হতে পারে না। গোটা বিশ্বের কোথাও এটা নেই।
আজ বৃহস্পতিবার বজ্রপাত নিয়ে কিছু সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ১ মে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা, শেরপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার...
১৯ ঘণ্টা আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ–এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ...
২১ ঘণ্টা আগেবাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআইয়ের আজ সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৭১, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ২য়। গতকাল সোমবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১৩১, অবস্থান ছিল ৭ম।
২ দিন আগেআজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
৩ দিন আগে