নতুন সিনেমার জন্য কঠোর পরিশ্রম সালমানের, ত্যাগ করেছেন মদ্যপানও
যেহেতু লাদাখের রুক্ষ পার্বত্য অঞ্চলে লম্বা শিডিউলে শুটিং করতে হবে, তাই অতিরিক্ত ফিটনেস প্রয়োজন। সেই জন্য জিমে দুই বেলা ঘাম ঝরাচ্ছেন সালমান। মদ্যপান, ফাস্ট ফুড, এমনকি সফট ড্রিংকসও ত্যাগ করেছেন।