বিনোদন ডেস্ক
২০১২ সালে ভারতের বক্স অফিসে ঝড় তুলেছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘রাউডি রাঠোর’। বলিউডে যখনই বিনোদন আর অ্যাকশনের মসলা মেশানো সিনেমার কথা ওঠে, প্রথম সারিতে আসে রাউডি রাঠোরের নাম। অক্ষয়ের ক্যারিয়ারে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে উঠেছিল এটি।
প্রভু দেবার পরিচালনায় অক্ষয়ের দ্বৈত চরিত্র, সোনাক্ষীর উচ্ছল উপস্থিতি আর গান-নাচে ভরপুর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। রাউডি রাঠোর যখন মুক্তি পায়, ওই সময় অক্ষয় মূলত কমেডি আর পরিবারকেন্দ্রিক ছবি করছিলেন। সিনেমাটি নতুন করে তাঁকে অ্যাকশন হিরো হিসেবে পরিচিতি এনে দেয়। ‘ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অব আ কমন ম্যান’—এই সংলাপ দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা।
অনেক দিন ধরে ভক্তরা রাউডি রাঠোরের সিকুয়েলের অপেক্ষায়। রাউডি রাঠোর টু নির্মাণের তোড়জোড়ও চলছিল। তবে দুই দিন আগে বলিউড হাঙ্গামা জানায়, প্রায় তিন বছরের চেষ্টার পর অবশেষে সিকুয়েলটি তৈরির পরিকল্পনা বাতিল করেছেন প্রযোজক। কারণ হিসেবে বলা হয়েছে, অংশীদারি প্রতিষ্ঠান ডিজনি এ সিনেমার কপি রাইটস দিতে রাজি হয়নি। ফলে আপাতত রাউডি রাঠোর টু আর হচ্ছে না। তার বদলে অক্ষয়-সোনাক্ষীকে নিয়ে নতুন একটি পুলিশ-অ্যাকশন ড্রামা তৈরি হবে।
এ খবরে মন ভেঙে গিয়েছিল ভক্তদের। তবে গতকাল আরেকটি খবর জানিয়েছে জুম টিভি এন্টারটেইনমেন্ট, যা শুনে সবার মন ভালো হয়ে যেতে পারে। জুমের প্রতিবেদনে বলা হয়, বাতিল হচ্ছে না রাউডি রাঠোরের সিকুয়েল; বরং জোরগতিতে এগিয়ে চলেছে সিনেমাটির পরিকল্পনা। নির্মাতারা এরই মধ্যে সিকুয়েলের চিত্রনাট্য চূড়ান্ত করে ফেলেছেন। তাঁরা গল্প নিয়ে বেশ আশাবাদী।
২০০৬ সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা ‘বিক্রমারকুডু’র রিমেক রাউডি রাঠোর। বানিয়েছিলেন প্রভু দেবা। জানা গেছে, এর সিকুয়েলটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কন্নড় পরিচালক প্রেমকে। ‘দ্য ভিলেন’, ‘এক লাভ ইয়া’সহ ১০টির বেশি সিনেমা বানিয়েছেন তিনি। তাঁর নতুন সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’ মুক্তি পাবে আগামী ৪ সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি, নোরা ফাতেহিসহ অনেকে।
রাউডি রাঠোরে প্রথমবার জুটি হয়েছিলেন অক্ষয়-সোনাক্ষী। এরপর ‘জোকার’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা’ ও ‘হলিডে: আ সোলজার ইজ নেভার অব ডিউটি’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন তাঁরা।
২০১২ সালে ভারতের বক্স অফিসে ঝড় তুলেছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘রাউডি রাঠোর’। বলিউডে যখনই বিনোদন আর অ্যাকশনের মসলা মেশানো সিনেমার কথা ওঠে, প্রথম সারিতে আসে রাউডি রাঠোরের নাম। অক্ষয়ের ক্যারিয়ারে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে উঠেছিল এটি।
প্রভু দেবার পরিচালনায় অক্ষয়ের দ্বৈত চরিত্র, সোনাক্ষীর উচ্ছল উপস্থিতি আর গান-নাচে ভরপুর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। রাউডি রাঠোর যখন মুক্তি পায়, ওই সময় অক্ষয় মূলত কমেডি আর পরিবারকেন্দ্রিক ছবি করছিলেন। সিনেমাটি নতুন করে তাঁকে অ্যাকশন হিরো হিসেবে পরিচিতি এনে দেয়। ‘ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অব আ কমন ম্যান’—এই সংলাপ দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা।
অনেক দিন ধরে ভক্তরা রাউডি রাঠোরের সিকুয়েলের অপেক্ষায়। রাউডি রাঠোর টু নির্মাণের তোড়জোড়ও চলছিল। তবে দুই দিন আগে বলিউড হাঙ্গামা জানায়, প্রায় তিন বছরের চেষ্টার পর অবশেষে সিকুয়েলটি তৈরির পরিকল্পনা বাতিল করেছেন প্রযোজক। কারণ হিসেবে বলা হয়েছে, অংশীদারি প্রতিষ্ঠান ডিজনি এ সিনেমার কপি রাইটস দিতে রাজি হয়নি। ফলে আপাতত রাউডি রাঠোর টু আর হচ্ছে না। তার বদলে অক্ষয়-সোনাক্ষীকে নিয়ে নতুন একটি পুলিশ-অ্যাকশন ড্রামা তৈরি হবে।
এ খবরে মন ভেঙে গিয়েছিল ভক্তদের। তবে গতকাল আরেকটি খবর জানিয়েছে জুম টিভি এন্টারটেইনমেন্ট, যা শুনে সবার মন ভালো হয়ে যেতে পারে। জুমের প্রতিবেদনে বলা হয়, বাতিল হচ্ছে না রাউডি রাঠোরের সিকুয়েল; বরং জোরগতিতে এগিয়ে চলেছে সিনেমাটির পরিকল্পনা। নির্মাতারা এরই মধ্যে সিকুয়েলের চিত্রনাট্য চূড়ান্ত করে ফেলেছেন। তাঁরা গল্প নিয়ে বেশ আশাবাদী।
২০০৬ সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা ‘বিক্রমারকুডু’র রিমেক রাউডি রাঠোর। বানিয়েছিলেন প্রভু দেবা। জানা গেছে, এর সিকুয়েলটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কন্নড় পরিচালক প্রেমকে। ‘দ্য ভিলেন’, ‘এক লাভ ইয়া’সহ ১০টির বেশি সিনেমা বানিয়েছেন তিনি। তাঁর নতুন সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’ মুক্তি পাবে আগামী ৪ সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি, নোরা ফাতেহিসহ অনেকে।
রাউডি রাঠোরে প্রথমবার জুটি হয়েছিলেন অক্ষয়-সোনাক্ষী। এরপর ‘জোকার’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা’ ও ‘হলিডে: আ সোলজার ইজ নেভার অব ডিউটি’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন তাঁরা।
শেষ হচ্ছে অপেক্ষার পালা। বিশ্বব্যাপী মুক্তির জন্য প্রস্তুত অর্থহীন ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। ১৭ অক্টোবর বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে অ্যালবামটি। নতুন অ্যালবামের বিস্তারিত জানাতে গতকাল রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থহীন। নতুন অ্যালবামের
১০ ঘণ্টা আগেআজ ৮ অক্টোবর উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী। তাঁর জন্ম তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত। কিংবদন্তি এই শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ
১০ ঘণ্টা আগে২০ অক্টোবর নাট্যদল থিয়েটার ফ্যাক্টরির প্রতিষ্ঠাবার্ষিকী। ২২ অক্টোবর কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী। তাই ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ‘জীবনানন্দ দাশ স্মরণোৎসব ও থিয়েটার ফ্যাক্টরির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী’ শিরোনামে পাঁচ দিনব্যাপী নানা আয়োজন সাজিয়েছে থিয়েটার ফ্যাক্টরি।
১০ ঘণ্টা আগেগত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
২১ ঘণ্টা আগে