বিনোদন প্রতিবেদক, ঢাকা
এক বছরের বেশি সময় পর প্রকাশ পেল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান। ‘বাজি’ শিরোনামের গানটি লিখেছেন সাদা সাদা কালা কালাখ্যাত হাশিম মাহমুদ। ইমন চৌধুরীর সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। গানের ভিডিওতে দেখা গেছে তাঁদের।
হাশিম মাহমুদের লেখা বাজি গানটিতে ফুটে উঠেছে সাধারণ এক রমণীর অপার্থিব মোহময়ী নিষ্পাপ ও কোমল প্রেমের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা কণ্ঠ ও সুরের মেলবন্ধন দেখা গেছে গানটিতে। ইমন চৌধুরীর সংগীতায়োজনে এই গানে আরও ফুটে উঠেছে বৈচিত্র্যময় লোকজ সংগীত, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাদ্যযন্ত্রের মাধুর্য এবং প্রাণশক্তিতে ভরপুর লোকশিল্প।
বৃত্তাকারে ঘুরে ঘুরে নাচের সঙ্গে গান করার জন্য বিখ্যাত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধুয়া গানের দলকেও দেখা গেছে গানটিতে। এক শতাব্দীর বেশি সময় ধরে লালন করা এক অপরূপ সাংস্কৃতিক নিদর্শন বহন করে চলছে তারা। বাজির ধ্বনি আরও সমৃদ্ধ করেছেন বংশীবাদক কিয়ো উ প্রু মারমা এবং তাঁর দাদি ম্রাকোইচিং মারমা। ম্রাকোইচিং গানটিতে কণ্ঠ দিয়েছেন মারমা ভাষায়।
ইমন চৌধুরী বলেন, ‘এই গান হচ্ছে কথা কইয়ো গানের আরেকটি পার্ট। বলা যায়, বাজি হচ্ছে কথা কইয়ো গানের জবাব। কথা কইয়ো হলো মেয়ের পয়েন্ট অব ভিউ থেকে। আর এই গান সেই মেয়ের কথার পরিপ্রেক্ষিতে ছেলেটির জবাব। আগের গানটিতে মৈমনসিংহ গীতিকা যুক্ত করা হয়েছিল। এবার জালাল উদ্দিন খাঁর একটি গান আমরা সুর করে যুক্ত করেছি ধোয়া গানের ঘরানায়।’
ইমন চৌধুরী আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল, এই গানে যেন পুরো বাংলাদেশের রূপ দেখাতে পারি। গানটি দেখে যেন মনে হয় এটাই বাংলাদেশ। পাহাড়, সমুদ্র, নদী, সমতলের সঙ্গে গানটির কথা, সুর, নাচ, ভিজুয়াল—সব মিলিয়ে এটি এমন এক সুরেলা সমন্বয়, যেখানে একসঙ্গে ধরা পড়েছে বাংলাদেশের প্রতিচ্ছবি।’
বাজি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের চতুর্থ গান। সর্বশেষ গত বছরের মে মাসে প্রকাশ পেয়েছিল ‘অবাক ভালোবাসা’। ওয়ারফেজের ৪০ বছর পূর্তি উপলক্ষে নতুন আঙ্গিকে গানটি পরিবেশন করেছিল ব্যান্ডটি।
শুনুন কোক স্টুডিও বাংলার নতুন গান ‘বাজি’:
এক বছরের বেশি সময় পর প্রকাশ পেল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান। ‘বাজি’ শিরোনামের গানটি লিখেছেন সাদা সাদা কালা কালাখ্যাত হাশিম মাহমুদ। ইমন চৌধুরীর সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। গানের ভিডিওতে দেখা গেছে তাঁদের।
হাশিম মাহমুদের লেখা বাজি গানটিতে ফুটে উঠেছে সাধারণ এক রমণীর অপার্থিব মোহময়ী নিষ্পাপ ও কোমল প্রেমের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা কণ্ঠ ও সুরের মেলবন্ধন দেখা গেছে গানটিতে। ইমন চৌধুরীর সংগীতায়োজনে এই গানে আরও ফুটে উঠেছে বৈচিত্র্যময় লোকজ সংগীত, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাদ্যযন্ত্রের মাধুর্য এবং প্রাণশক্তিতে ভরপুর লোকশিল্প।
বৃত্তাকারে ঘুরে ঘুরে নাচের সঙ্গে গান করার জন্য বিখ্যাত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধুয়া গানের দলকেও দেখা গেছে গানটিতে। এক শতাব্দীর বেশি সময় ধরে লালন করা এক অপরূপ সাংস্কৃতিক নিদর্শন বহন করে চলছে তারা। বাজির ধ্বনি আরও সমৃদ্ধ করেছেন বংশীবাদক কিয়ো উ প্রু মারমা এবং তাঁর দাদি ম্রাকোইচিং মারমা। ম্রাকোইচিং গানটিতে কণ্ঠ দিয়েছেন মারমা ভাষায়।
ইমন চৌধুরী বলেন, ‘এই গান হচ্ছে কথা কইয়ো গানের আরেকটি পার্ট। বলা যায়, বাজি হচ্ছে কথা কইয়ো গানের জবাব। কথা কইয়ো হলো মেয়ের পয়েন্ট অব ভিউ থেকে। আর এই গান সেই মেয়ের কথার পরিপ্রেক্ষিতে ছেলেটির জবাব। আগের গানটিতে মৈমনসিংহ গীতিকা যুক্ত করা হয়েছিল। এবার জালাল উদ্দিন খাঁর একটি গান আমরা সুর করে যুক্ত করেছি ধোয়া গানের ঘরানায়।’
ইমন চৌধুরী আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল, এই গানে যেন পুরো বাংলাদেশের রূপ দেখাতে পারি। গানটি দেখে যেন মনে হয় এটাই বাংলাদেশ। পাহাড়, সমুদ্র, নদী, সমতলের সঙ্গে গানটির কথা, সুর, নাচ, ভিজুয়াল—সব মিলিয়ে এটি এমন এক সুরেলা সমন্বয়, যেখানে একসঙ্গে ধরা পড়েছে বাংলাদেশের প্রতিচ্ছবি।’
বাজি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের চতুর্থ গান। সর্বশেষ গত বছরের মে মাসে প্রকাশ পেয়েছিল ‘অবাক ভালোবাসা’। ওয়ারফেজের ৪০ বছর পূর্তি উপলক্ষে নতুন আঙ্গিকে গানটি পরিবেশন করেছিল ব্যান্ডটি।
শুনুন কোক স্টুডিও বাংলার নতুন গান ‘বাজি’:
দুটো ভিন্ন জগতের মানুষ—গেস্টহাউসের সাধারণ একজন কর্মী পলাশ আর গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রী এশা। এক রাতে ভাগ্য তাদের ভয়ানক এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায়...
৫ ঘণ্টা আগেআজ জেনেসিস থিয়েটারের ৩৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের। আয়োজনে থাকছে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ, প্রতিবাদের ছড়া ও কবিতাপাঠ, আলোচনা পর্ব, সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনী।
১১ ঘণ্টা আগেসু ফ্রম সোর নির্মাতা জেপি থুমিনাডকে ডেকে তাঁর সঙ্গে দেখা করেছেন অজয়। নির্মাতা তাঁকে নতুন সিনেমার গল্প শুনিয়েছেন। গল্প বেশ মনে ধরেছে অজয়ের। সব ঠিক থাকলে এই কন্নড় নির্মাতার নতুন হরর কমেডিতে দেখা যাবে অজয় দেবগনকে।
১২ ঘণ্টা আগেকানাডায় টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে ২৪ আগস্ট থেকে। পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘আগন্তুক’। সিনেমাটির ইংরেজি নাম ‘দ্য স্ট্রেঞ্জার’, পরিচালনা করেছেন বিপ্লব সরকার।
১৩ ঘণ্টা আগে