Ajker Patrika

‘রূপান্তর’ বিতর্ক: ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন জোভান

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৬: ১৮
‘রূপান্তর’ বিতর্ক: ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন জোভান

রাফাত মজুমদার রিংকুর ‘রূপান্তর’ শিরোনামের নাটকটি নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। গত ১৫ এপ্রিল সন্ধ্যায় একান্ন মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় নাটক রূপান্তর। প্রকাশের পর থেকেই নাটকটি ঘিরে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে সৃষ্টি হয় সমালোচনা। শেষ পর্যন্ত নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান। নাটক সরিয়ে নিলেও নেটিজেনদের রোষানলে পড়েছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু, অভিনেতা ফারহান আহমেদ জোভান ও স্পনসর প্রতিষ্ঠান ওয়ালটন।
 
কিন্তু এর পরও রোষানল থেকে রেহাই মেলেনি তাতেও। অভিনেতা জোভান নিজেই গা ঢাকা দেন, বন্ধ করে রাখেন নিজের সোশ্যাল হ্যান্ডেল। অবশেষে আজ শুক্রবার ভোররাতে দেখা দেন তিনি। একটি ভিডিও বার্তা নিয়ে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন দর্শকের কাছে।
 
ভিডিও বার্তায় জোভান বলেন, ‘এই ঈদে আমার বেশ কিছু নাটক এসেছে। প্রথম দিন থেকেই ভালো রেসপন্স পাচ্ছি। এই ঈদটা আমার খুব সুন্দর ঈদ হতে পারত আপনাদের ভালোবাসায়, সাপোর্টে। কিন্তু সেটা হয়নি। একটা অনাকাঙ্ক্ষিত বিষয়ে আপনারা যেমন কষ্ট পেয়েছেন, আমিও কষ্ট পাচ্ছি। আমি কিন্তু একদমই ভালো নেই।’

 ‘রূপান্তর’ নাটক প্রসঙ্গে জোভান বলেন, ‘“রূপান্তর’’ নাটককে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা একদমই অপ্রত্যাশিত। এই নাটকের মাধ্যমে আমার কারও ধর্মীয় অনুভূতিকে আঘাত করার উদ্দেশ্য নেই। আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে। আমি জানি, ধর্মকে কতটা বিশ্বাস করি, আল্লাহকে শ্রদ্ধা করি। এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছুকে নরমালাইজ করা বা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য ছিল না। কেবল একটি চরিত্র উপস্থাপনের চেষ্টা করেছি। কিন্তু সেটার মাধ্যমে এতগুলো মানুষকে কষ্ট দিয়েছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’
 
ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন জোভানসবশেষে অনুরোধের সুরে জোভান বলেন, ‘দীর্ঘ ১১ বছর যাবৎ নাটক করছি। আজকে আমার যে অবস্থান, এর পেছনে আমার একার নয়, অবশ্যই দর্শকের ভালোবাসা ও সাপোর্ট ছিল। আমার কাজ করার মূল উদ্দেশ্য হলো দর্শককে একটু বিনোদন দেওয়া, সে জন্যই এত কষ্ট। এরপর থেকে আরেকটু বেশি সচেতন থাকব চরিত্র বাছাই করতে। যাতে তাদের মনঃক্ষুণ্ন না হয়, কষ্ট না পায়। আমার যে কাজগুলো আপনাদের ভালো লেগেছে, তার চেয়েও ভালো কাজ উপহার দেব। শুধু একটাই অনুরোধ, আমার ওপর কষ্ট রাখবেন না। আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, রূপান্তর নাটকের গল্প সৌরভ নামের এক চিত্রশিল্পীকে ঘিরে। শৈশবে এক ট্রেন দুর্ঘটনায় মারা যায় তার পরিবারের সবাই। তাই সৌরভ জানে না সে কোন ধর্মের মানুষ, কে তার মা-বাবা। শিশু আশ্রমে তার বেড়ে ওঠা। বড় হয়ে পেশা হিসেবে বেছে নেয় ছবি আঁকা। একসময় তার চিত্রকর্ম দেখে প্রেমে পড়ে রিমঝিম। তবে রিমঝিমকে পাত্তা দেয় না সৌরভ। একসময় রিমঝিমের পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। ব্যক্তিগত সমস্যা আছে জানিয়ে তাদেরও ফিরিয়ে দেয় সৌরভ। পরে সৌরভের চিকিৎসকের মাধ্যমে জানা যায়, সে হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছে, যার নাম ডিএসডি। দেখতে পুরুষের মতো হলেও ধীরে ধীরে সে মানসিকভাবে নারীতে রূপান্তর হতে থাকে।

‘রূপান্তর’ নাটকের সৌরভ চরিত্রে অভিনয় করেছেন জোভান আর রিমঝিম চরিত্রে সামিরা খান মাহি। আরও আছেন সাবেরী আলম, সমাপ্তি মাসুক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত