নির্মাণের আগেই ১০০০ কোটি রুপির প্রস্তাব ‘পুষ্পা’র সিক্যুয়ালের
আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল—প্রত্যেকেই থাকছেন দ্বিতীয় পর্বেও। এবারও থাকবে একটি চমৎকার আইটেম গান। সামান্থা এবার আইটেম গানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর কে হবেন বিকল্প, চলছে খোঁজাখুঁজি। এমন পরিস্থিতিতে খবর এল...