নিয়তি হয়তো এভাবেই লেখা ছিল, নিজের সিনেমা বড় পর্দায় দেখার আগেই মারা গেলেন মালায়লাম তরুণ পরিচালক জোসেফ মনু জেমস। ৩১ বছর বয়সী এই তরুণ পরিচালক হেপাটাইটিসে আক্রান্ত হয়ে গত শনিবার কেরেলার এরনাকুলামের একটি হাসপাতালে মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য দেওয়া হয়েছে।
জোসেফের প্রথম সিনেমা ‘ন্যান্সি রানি’র পোস্টার রিলিজ হয়েছে ইতিমধ্যে। খুব শিগগিরই হয়তো সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হত। তাঁর এই অকালপ্রয়াণে শোকস্তব্ধ মালায়লাম চলচ্চিত্র জগৎ। গতকাল রোববার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা শ্রীনিবাসন, লাল, লেনা, ইন্দ্রণ প্রমুখ।
ন্যান্সি রানির প্রধান নারী চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আহনা তাঁর ইনস্টাগ্রামে লিখেন, ‘যেখানেই থাকবে শান্তিতে থেকো মনু। তোমার তো এমন পরিণতি হওয়ার কথা ছিল না!’ দক্ষিণের অভিনেতা-প্রযোজক আজু ভারগিস লেখেন, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে ভাই।’
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন জোসেফ মনু জেমস। পরে পরিচালনায় মন দেন। বেশ কিছু দিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেন মালায়লাম, কন্নড় এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এরপর নিজে সিনেমা পরিচালনার সিদ্ধান্ত নেন। প্রথম সিনেমার নাম দেন ‘ন্যান্সি রানি’।
নিয়তি হয়তো এভাবেই লেখা ছিল, নিজের সিনেমা বড় পর্দায় দেখার আগেই মারা গেলেন মালায়লাম তরুণ পরিচালক জোসেফ মনু জেমস। ৩১ বছর বয়সী এই তরুণ পরিচালক হেপাটাইটিসে আক্রান্ত হয়ে গত শনিবার কেরেলার এরনাকুলামের একটি হাসপাতালে মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য দেওয়া হয়েছে।
জোসেফের প্রথম সিনেমা ‘ন্যান্সি রানি’র পোস্টার রিলিজ হয়েছে ইতিমধ্যে। খুব শিগগিরই হয়তো সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হত। তাঁর এই অকালপ্রয়াণে শোকস্তব্ধ মালায়লাম চলচ্চিত্র জগৎ। গতকাল রোববার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা শ্রীনিবাসন, লাল, লেনা, ইন্দ্রণ প্রমুখ।
ন্যান্সি রানির প্রধান নারী চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আহনা তাঁর ইনস্টাগ্রামে লিখেন, ‘যেখানেই থাকবে শান্তিতে থেকো মনু। তোমার তো এমন পরিণতি হওয়ার কথা ছিল না!’ দক্ষিণের অভিনেতা-প্রযোজক আজু ভারগিস লেখেন, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে ভাই।’
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন জোসেফ মনু জেমস। পরে পরিচালনায় মন দেন। বেশ কিছু দিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেন মালায়লাম, কন্নড় এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এরপর নিজে সিনেমা পরিচালনার সিদ্ধান্ত নেন। প্রথম সিনেমার নাম দেন ‘ন্যান্সি রানি’।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে