‘পুষ্পা: দ্য রাইজ’ এর তুমুল জনপ্রিয়তার পর দর্শকেরা অপেক্ষায় আছেন সিনেমাটির নতুন কিস্তির জন্য। ইতিমধ্যে এর সিক্যুয়াল নির্মাণে হাত দিয়েছেন পরিচালক সুকুমার। ‘পুষ্পা: দ্য রুল’ নামের সিক্যুয়ালটির ঘোষণা আগেই দেওয়া হয়েছিল।
এর মধ্যেই শোনা গেল নতুন খবর। ১০০০ কোটি রুপির বিনিময়ে সিনেমাটির সকল ভাষার প্রেক্ষাগৃহ স্বত্ব কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
২০২১ সালে ভারতজুড়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটির মাধ্যমে করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ফের হলমুখী হয় দর্শক। এই রেশ ধরে রাখতে বর্তমানে চলছে দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ নির্মাণের তোড়জোড়।
‘পুষ্পা: দ্য রুল’ এর পরিসর আরও বড় হচ্ছে। বাজেটও প্রথম পর্বের তুলনায় অনেক বেড়েছে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল—প্রত্যেকেই থাকছেন দ্বিতীয় পর্বেও। এবারও থাকবে একটি চমৎকার আইটেম গান। সামান্থা এবার আইটেম গানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর কে হবেন বিকল্প, চলছে খোঁজাখুঁজি।
এমন পরিস্থিতিতে খবর এল—‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার বিশেষ চরিত্রে থাকবেন সাই পল্লবী। ‘প্রেমাম’, ‘কালি’, ‘মারি ২ ’, ‘শ্যাম সিংহ রায়’ কিংবা ‘গার্গি’তে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। ভালো নাচতেও জানেন তিনি। তবে পুষ্পায় সাই পল্লবী কিন্তু সামান্থার বিকল্প হিসেবে আসছেন না। আইটেম গানে নাচবেন না তিনি।
‘পুষ্পা: দ্য রাইজ’ এর তুমুল জনপ্রিয়তার পর দর্শকেরা অপেক্ষায় আছেন সিনেমাটির নতুন কিস্তির জন্য। ইতিমধ্যে এর সিক্যুয়াল নির্মাণে হাত দিয়েছেন পরিচালক সুকুমার। ‘পুষ্পা: দ্য রুল’ নামের সিক্যুয়ালটির ঘোষণা আগেই দেওয়া হয়েছিল।
এর মধ্যেই শোনা গেল নতুন খবর। ১০০০ কোটি রুপির বিনিময়ে সিনেমাটির সকল ভাষার প্রেক্ষাগৃহ স্বত্ব কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
২০২১ সালে ভারতজুড়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটির মাধ্যমে করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ফের হলমুখী হয় দর্শক। এই রেশ ধরে রাখতে বর্তমানে চলছে দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ নির্মাণের তোড়জোড়।
‘পুষ্পা: দ্য রুল’ এর পরিসর আরও বড় হচ্ছে। বাজেটও প্রথম পর্বের তুলনায় অনেক বেড়েছে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল—প্রত্যেকেই থাকছেন দ্বিতীয় পর্বেও। এবারও থাকবে একটি চমৎকার আইটেম গান। সামান্থা এবার আইটেম গানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর কে হবেন বিকল্প, চলছে খোঁজাখুঁজি।
এমন পরিস্থিতিতে খবর এল—‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার বিশেষ চরিত্রে থাকবেন সাই পল্লবী। ‘প্রেমাম’, ‘কালি’, ‘মারি ২ ’, ‘শ্যাম সিংহ রায়’ কিংবা ‘গার্গি’তে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। ভালো নাচতেও জানেন তিনি। তবে পুষ্পায় সাই পল্লবী কিন্তু সামান্থার বিকল্প হিসেবে আসছেন না। আইটেম গানে নাচবেন না তিনি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে