ভারতের কন্নড় ব্লকবাস্টার সিনেমা ‘কানতারা’ গত বছর বক্স অফিসে একটানা রাজত্ব করেছে। গল্প ও এর ভিজ্যুয়ালের কারণে সারা বিশ্বে অনেক প্রশংসা কুড়িয়েছে। প্রশংসার পাশাপাশি আয়ের দিক থেকেও মাইলফলক অর্জন করেছে ছবিটি। ঋষভ শেঠির ছবিটি সারা বিশ্ব থেকে আয় করেছে ৪০০ কোটি রুপির বেশি। তবে এবার এ ছবির গানের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।
দক্ষিণ ভারতের জনপ্রিয় ব্যান্ড থাইকুডম ব্রিজ-এর অভিযোগ অনুযায়ী, পরিচালক ঋষভ তাদের থেকে একটি গান চুরি করেছেন। ব্যান্ড দলটির অভিযোগ, ‘কানতারা’ সিনেমায় ‘বরাহ রূপম’ গানটির সঙ্গে তাদের স্বরচিত গান ‘নবরসম’-এর হুবহু মিল রয়েছে। তাদের এই অভিযোগের ভিত্তিতে কানতারার পরিচালক ও প্রযোজককে তলব করেছে কেরালা পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গতকাল রোববার উচ্চ আদালতের নির্দেশে তাঁরা তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির হয়েছিলেন। সেখানে তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে।
তবে সিনেমাটির সংগীত পরিচালক ব্রিজ ব্যান্ডের অভিযোগকে ভ্রান্ত বলেই জানিয়েছেন।
গত বছরের ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘কানতারা’। প্রায় ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রায় ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। ‘কানতারা’ সিনেমাটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস। চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেন প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।
ভারতের কন্নড় ব্লকবাস্টার সিনেমা ‘কানতারা’ গত বছর বক্স অফিসে একটানা রাজত্ব করেছে। গল্প ও এর ভিজ্যুয়ালের কারণে সারা বিশ্বে অনেক প্রশংসা কুড়িয়েছে। প্রশংসার পাশাপাশি আয়ের দিক থেকেও মাইলফলক অর্জন করেছে ছবিটি। ঋষভ শেঠির ছবিটি সারা বিশ্ব থেকে আয় করেছে ৪০০ কোটি রুপির বেশি। তবে এবার এ ছবির গানের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।
দক্ষিণ ভারতের জনপ্রিয় ব্যান্ড থাইকুডম ব্রিজ-এর অভিযোগ অনুযায়ী, পরিচালক ঋষভ তাদের থেকে একটি গান চুরি করেছেন। ব্যান্ড দলটির অভিযোগ, ‘কানতারা’ সিনেমায় ‘বরাহ রূপম’ গানটির সঙ্গে তাদের স্বরচিত গান ‘নবরসম’-এর হুবহু মিল রয়েছে। তাদের এই অভিযোগের ভিত্তিতে কানতারার পরিচালক ও প্রযোজককে তলব করেছে কেরালা পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গতকাল রোববার উচ্চ আদালতের নির্দেশে তাঁরা তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির হয়েছিলেন। সেখানে তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে।
তবে সিনেমাটির সংগীত পরিচালক ব্রিজ ব্যান্ডের অভিযোগকে ভ্রান্ত বলেই জানিয়েছেন।
গত বছরের ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘কানতারা’। প্রায় ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রায় ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। ‘কানতারা’ সিনেমাটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস। চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেন প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে