কনসার্টে সুনিধির দিকে ছোড়া হলো পানির বোতল, যা করলেন গায়িকা
সুনিধি চৌহানের কনসার্ট নিয়ে উন্মাদনা বরাবরই থাকে তুঙ্গে। তবে এবার ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সুনিধির দিকে ছুড়ে মারা হলো পানির বোতল। দেরাদুনের এসজিআরআর বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করছিলেন এদিন। তিনি যখন শ্রোতাদের গানে মাতিয়ে রাখছিলেন, মেতে উঠছিল গোটা স্টেডিয়াম, তখন সামনের সারিতে বসা জনৈক তাঁর দিকে পানি