Ajker Patrika

কিংবদন্তি মার্কিন গিটারিস্ট ডুয়ান এডির মৃত্যু

আপডেট : ০২ মে ২০২৪, ১৬: ২৩
কিংবদন্তি মার্কিন গিটারিস্ট ডুয়ান এডির মৃত্যু

কিংবদন্তি মার্কিন গিটারিস্ট ডুয়ান এডি মারা গেছেন। গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রের টেনেসিতে এডির মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। বিবিসি জানিয়েছে, ক্যানসারে ৮৬ বছর বয়সী এই গিটারিস্টের মৃত্যু হয়েছে। এডিকে রক অ্যান্ড রোলের প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে মনে করা হয়।

ডুয়ান এডি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে ইন্সট্রুমেন্টাল হিট উপহার দেন। তিনি ১৯৮৬ সালে নিজের গান ‘পিটার গান’-এর রিমেক দিয়ে আবার চার্টে জায়গা পান।

স্বতন্ত্র শৈলীর জন্য এডিকে ‘কিং অব টোয়াং’ বলা হতো। তিনি ১৯৯৪ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হন। এডি তাঁর অবিস্মরণীয় স্বাক্ষর ‘টোয়াং’ শব্দের মাধ্যমে বিশ্বজুড়ে গিটারিস্টদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।

এডি ১৯৩৬ সালে নিউইয়র্কের কর্নিংয়ে জন্ম গ্রহণ করেন। তিনি অল্প বয়সে গিটার বাজাতে শুরু করেন। তাঁর স্বতন্ত্র শব্দ দ্য বিটলস থেকে ব্লন্ডি পর্যন্ত শিল্পীদের অনুপ্রাণিত করেছিল। গ্র্যামিজয়ী এই শিল্পীর সাত দশকের ক্যারিয়ারে ১০ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত