ফেসবুক থেকে টিকটক, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে একটি মিম ভিডিও। যেখানে দেখা যায়, একটি কনসার্টে ব্যাকস্টেজ থেকে দর্শকদের দিকে হেঁটে আসছেন পারফরমার। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পারফরমারের স্থলে অন্য চরিত্র বা ব্যক্তিকে প্রতিস্থাপন করে এই মিমগুলো তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রাজনীতি ও বিনোদন জগতের অনেক তারকাকে দিয়ে মিমগুলো ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। জানেন কি এই মিমের মূল ভিডিওটি কার?
ভিডিওটি জনপ্রিয় মার্কিন র্যাপার লিল ইয়াটির। ২০২১ সালে ‘লিরিক্যাল লেমোনেড সামার স্ম্যাশ’ কনসার্টে তাঁর স্টেজে এন্ট্রির ভিডিও ক্লিপটি তখন ইন্টারনেটে ভাইরাল হয়। সেই ভিডিও ক্লিপটি ব্যবহার করেই এআই দিয়ে মিম তৈরি করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। দ্রুতই ট্রেন্ডে পরিণত হয়েছে এটি।
১৩ এপ্রিল ‘দ্য এআইগ্রিড টিউটোরিয়ালস’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি কীভাবে তৈরি হয়েছে, সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। চ্যানেলটির একটি ভিডিওতে জানানো হয়, ভিগল এআইয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিস্কর্ড সার্ভারে গিয়ে কিছু নির্দেশনা এবং ব্যক্তি বা চরিত্রের স্থিরচিত্র দিলেই কাঙ্ক্ষিত ভিডিও বানিয়ে দেবে এআই।
প্রসঙ্গত, লিল ইয়াটির আসল নাম মাইলস পার্কস ম্যাককালাম। তাঁর জন্ম ১৯৯৭ সালের ২৩ আগস্ট, যুক্তরাষ্ট্রে। ২০১৫ সালে ‘ওয়ান নাইট’ গানের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।
এ পর্যন্ত ইয়াটির পাঁচটি স্টুডিও অ্যালবাম প্রকাশ পেয়েছে। ২০১৭ সালে তিনি প্রকাশ করেন প্রথম অ্যালবাম ‘টিনএজ ইমোশন’। ২০১৮ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় এবং তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘লিল বোট ২’ এবং ‘নুথিন ২ প্রোভ’।
তারপর ২০২০ সালে ইয়াটি চতুর্থ অ্যালবাম ‘লিল বোট’ প্রকাশ করেন। গত বছর মুক্তি পায় ইয়াটির পঞ্চম অ্যালবাম, ‘লেটস স্টার্ট হিয়ার।’
ইয়াটির চারটি অ্যালবাম ‘বিলবোর্ড সেরা ২০০ গান’-এর তালিকার শীর্ষ ২০-এ জায়গা করে নেয়। যেখানে ‘লিল বোট ২’ শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছিল। ‘ব্রকলি’ গানের জন্য ইয়াটি গ্র্যামি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
ফেসবুক থেকে টিকটক, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে একটি মিম ভিডিও। যেখানে দেখা যায়, একটি কনসার্টে ব্যাকস্টেজ থেকে দর্শকদের দিকে হেঁটে আসছেন পারফরমার। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পারফরমারের স্থলে অন্য চরিত্র বা ব্যক্তিকে প্রতিস্থাপন করে এই মিমগুলো তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রাজনীতি ও বিনোদন জগতের অনেক তারকাকে দিয়ে মিমগুলো ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। জানেন কি এই মিমের মূল ভিডিওটি কার?
ভিডিওটি জনপ্রিয় মার্কিন র্যাপার লিল ইয়াটির। ২০২১ সালে ‘লিরিক্যাল লেমোনেড সামার স্ম্যাশ’ কনসার্টে তাঁর স্টেজে এন্ট্রির ভিডিও ক্লিপটি তখন ইন্টারনেটে ভাইরাল হয়। সেই ভিডিও ক্লিপটি ব্যবহার করেই এআই দিয়ে মিম তৈরি করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। দ্রুতই ট্রেন্ডে পরিণত হয়েছে এটি।
১৩ এপ্রিল ‘দ্য এআইগ্রিড টিউটোরিয়ালস’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি কীভাবে তৈরি হয়েছে, সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। চ্যানেলটির একটি ভিডিওতে জানানো হয়, ভিগল এআইয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিস্কর্ড সার্ভারে গিয়ে কিছু নির্দেশনা এবং ব্যক্তি বা চরিত্রের স্থিরচিত্র দিলেই কাঙ্ক্ষিত ভিডিও বানিয়ে দেবে এআই।
প্রসঙ্গত, লিল ইয়াটির আসল নাম মাইলস পার্কস ম্যাককালাম। তাঁর জন্ম ১৯৯৭ সালের ২৩ আগস্ট, যুক্তরাষ্ট্রে। ২০১৫ সালে ‘ওয়ান নাইট’ গানের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।
এ পর্যন্ত ইয়াটির পাঁচটি স্টুডিও অ্যালবাম প্রকাশ পেয়েছে। ২০১৭ সালে তিনি প্রকাশ করেন প্রথম অ্যালবাম ‘টিনএজ ইমোশন’। ২০১৮ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় এবং তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘লিল বোট ২’ এবং ‘নুথিন ২ প্রোভ’।
তারপর ২০২০ সালে ইয়াটি চতুর্থ অ্যালবাম ‘লিল বোট’ প্রকাশ করেন। গত বছর মুক্তি পায় ইয়াটির পঞ্চম অ্যালবাম, ‘লেটস স্টার্ট হিয়ার।’
ইয়াটির চারটি অ্যালবাম ‘বিলবোর্ড সেরা ২০০ গান’-এর তালিকার শীর্ষ ২০-এ জায়গা করে নেয়। যেখানে ‘লিল বোট ২’ শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছিল। ‘ব্রকলি’ গানের জন্য ইয়াটি গ্র্যামি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
দুই পক্ষকেই শান্তিনিকেতন থানায় ডেকে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা। অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চান অরিজিৎ সিংয়ের দেহরক্ষী। এরপরই অভিযোগ প্রত্যাহার করে নেন কমলাকান্ত লাহা।
২৪ মিনিট আগেগত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
৫ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
৫ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা স্নো হোয়াইটকে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে ‘স্নো হোয়াইট’। এতে স্নো হোয়াইট চরিত্রে র্যাচেল জেগলার আর ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন গল গাদত।
৫ ঘণ্টা আগে