Ajker Patrika

কনসার্টে নাচছেন রবীন্দ্রনাথ, নাচতে পারেন আপনিও, ভাইরাল মিমটির মূল ভিডিও কার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২১: ৩০
কনসার্টে নাচছেন রবীন্দ্রনাথ, নাচতে পারেন আপনিও, ভাইরাল মিমটির মূল ভিডিও কার

ফেসবুক থেকে টিকটক, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রে‍ন্ডিংয়ে রয়েছে একটি মিম ভিডিও। যেখানে দেখা যায়, একটি কনসার্টে ব্যাকস্টেজ থেকে দর্শকদের দিকে হেঁটে আসছেন পারফরমার। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পারফরমারের স্থলে অন্য চরিত্র বা ব্যক্তিকে প্রতিস্থাপন করে এই মিমগুলো তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রাজনীতি ও বিনোদন জগতের অনেক তারকাকে দিয়ে মিমগুলো ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। জানেন কি এই মিমের মূল ভিডিওটি কার?

ভিডিওটি জনপ্রিয় মার্কিন র‍্যাপার লিল ইয়াটির। ২০২১ সালে ‘লিরিক্যাল লেমোনেড সামার স্ম্যাশ’ কনসার্টে তাঁর স্টেজে এন্ট্রির ভিডিও ক্লিপটি তখন ইন্টারনেটে ভাইরাল হয়। সেই ভিডিও ক্লিপটি ব্যবহার করেই এআই দিয়ে মিম তৈরি করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। দ্রুতই ট্রেন্ডে পরিণত হয়েছে এটি।

১৩ এপ্রিল ‘দ্য এআইগ্রিড টিউটোরিয়ালস’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি কীভাবে তৈরি হয়েছে, সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। চ্যানেলটির একটি ভিডিওতে জানানো হয়, ভিগল এআইয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিস্কর্ড সার্ভারে গিয়ে কিছু নির্দেশনা এবং ব্যক্তি বা চরিত্রের স্থিরচিত্র দিলেই কাঙ্ক্ষিত ভিডিও বানিয়ে দেবে এআই।

প্রসঙ্গত, লিল ইয়াটির আসল নাম মাইলস পার্কস ম্যাককালাম। তাঁর জন্ম ১৯৯৭ সালের ২৩ আগস্ট, যুক্তরাষ্ট্রে। ২০১৫ সালে ‘ওয়ান নাইট’ গানের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।

ডোনাল্ড ট্রাম্পের ভাইরাল মিমএ পর্যন্ত ইয়াটির পাঁচটি স্টুডিও অ্যালবাম প্রকাশ পেয়েছে। ২০১৭ সালে তিনি প্রকাশ করেন প্রথম অ্যালবাম ‘টিনএজ ইমোশন’। ২০১৮ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় এবং তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘লিল বোট ২’ এবং ‘নুথিন ২ প্রোভ’।

মূল ভিডিওটি জনপ্রিয় মার্কিন র‍্যাপার লিল ইয়াটিরতারপর ২০২০ সালে ইয়াটি চতুর্থ অ্যালবাম ‘লিল বোট’ প্রকাশ করেন। গত বছর মুক্তি পায় ইয়াটির পঞ্চম অ্যালবাম, ‘লেটস স্টার্ট হিয়ার।’

মূল ভিডিওটি জনপ্রিয় মার্কিন র‍্যাপার লিল ইয়াটিরইয়াটির চারটি অ্যালবাম ‘বিলবোর্ড সেরা ২০০ গান’-এর তালিকার শীর্ষ ২০-এ জায়গা করে নেয়। যেখানে ‘লিল বোট ২’ শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছিল। ‘ব্রকলি’ গানের জন্য ইয়াটি গ্র্যামি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত