আগামীকাল রোববার পয়লা বৈশাখ ভোরে যাত্রা শুরু করবে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘দোতারা’। প্ল্যাটফর্মের প্রথম গান হিসেবে থাকছে নাসেক নাসেক খ্যাত অনিমেষ রায়ের নতুন গান ‘বৈশাখী ঝড়’। কর্তৃপক্ষ একে সফট লঞ্চ বলছেন। কিছুদিন পর বড় আকারে আনুষ্ঠানিক লঞ্চ হবে দোতারার। তখন থেকে শুরু হবে এর বাণিজ্যিক কার্যক্রম।
দোতারা মূলত পুরোপুরি মিউজিকনির্ভর স্ট্রিমিং প্ল্যাটফর্ম (অ্যাপ/ওটিটি/ওয়েব)। শুধুই বাংলা অডিও মিউজিকনির্ভর প্ল্যাটফর্ম এটিই প্রথম। অ্যান্ড্রয়েড এবং অ্যাপল দুই ভার্সনে শ্রোতারা বাংলাদেশ ও বহির্বিশ্বে এটি ব্যবহার করতে পারবেন।
পর্যায়ক্রমে দোতারায় প্রকাশ পাবে আসিফ আকবর, আঁখি আলমগীর, রেহান রসুল, জয় শাহরিয়ার, সালমা, লায়লা, তশিবা ও পশ্চিমবঙ্গের ইমন চক্রবর্তীসহ জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে নতুন ও পুরোনো অসংখ্য গান।
উদ্বোধন আয়োজন উপলক্ষে অনিমেষের বৈশাখী ঝড় গানটি সবার জন্য ফ্রি হলেও অন্য গানগুলো সাবস্ক্রিপশনের মাধ্যমে শোনা যাবে।
দোতারার প্রতিষ্ঠাতা ও দোতারা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল কবির সুজন বলেন, ‘বাংলা অডিও গানে এখন একধরনের খরা চলছে। চারদিকে ভিডিও স্ট্রিমিং নিয়ে মাতামাতি। গান যে দেখার বিষয় নয়, মন দিয়ে শোনার বিষয়, সেটাই বেমালুম ভুলে যাচ্ছি সবাই। আমি বিশ্বাস করি, মানুষ ভালো গান শোনেন, শুনবেন। সেই বিশ্বাস এবং গানের প্রতি কমিটমেন্ট থেকেই এই উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই শিল্পী ও সংগীত সংশ্লিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা জানাচ্ছেন। আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
অনিমেষ রায় বলেন, ‘দোতারার মতো একটা অডিও মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম খুব দরকার ছিল বাংলা গানের জন্য। দোতারা আমাদের সংগীতকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ভালো লাগছে বাংলা নববর্ষে আমার গান দিয়ে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হচ্ছে জেনে।’
আগামীকাল রোববার পয়লা বৈশাখ ভোরে যাত্রা শুরু করবে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘দোতারা’। প্ল্যাটফর্মের প্রথম গান হিসেবে থাকছে নাসেক নাসেক খ্যাত অনিমেষ রায়ের নতুন গান ‘বৈশাখী ঝড়’। কর্তৃপক্ষ একে সফট লঞ্চ বলছেন। কিছুদিন পর বড় আকারে আনুষ্ঠানিক লঞ্চ হবে দোতারার। তখন থেকে শুরু হবে এর বাণিজ্যিক কার্যক্রম।
দোতারা মূলত পুরোপুরি মিউজিকনির্ভর স্ট্রিমিং প্ল্যাটফর্ম (অ্যাপ/ওটিটি/ওয়েব)। শুধুই বাংলা অডিও মিউজিকনির্ভর প্ল্যাটফর্ম এটিই প্রথম। অ্যান্ড্রয়েড এবং অ্যাপল দুই ভার্সনে শ্রোতারা বাংলাদেশ ও বহির্বিশ্বে এটি ব্যবহার করতে পারবেন।
পর্যায়ক্রমে দোতারায় প্রকাশ পাবে আসিফ আকবর, আঁখি আলমগীর, রেহান রসুল, জয় শাহরিয়ার, সালমা, লায়লা, তশিবা ও পশ্চিমবঙ্গের ইমন চক্রবর্তীসহ জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে নতুন ও পুরোনো অসংখ্য গান।
উদ্বোধন আয়োজন উপলক্ষে অনিমেষের বৈশাখী ঝড় গানটি সবার জন্য ফ্রি হলেও অন্য গানগুলো সাবস্ক্রিপশনের মাধ্যমে শোনা যাবে।
দোতারার প্রতিষ্ঠাতা ও দোতারা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল কবির সুজন বলেন, ‘বাংলা অডিও গানে এখন একধরনের খরা চলছে। চারদিকে ভিডিও স্ট্রিমিং নিয়ে মাতামাতি। গান যে দেখার বিষয় নয়, মন দিয়ে শোনার বিষয়, সেটাই বেমালুম ভুলে যাচ্ছি সবাই। আমি বিশ্বাস করি, মানুষ ভালো গান শোনেন, শুনবেন। সেই বিশ্বাস এবং গানের প্রতি কমিটমেন্ট থেকেই এই উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই শিল্পী ও সংগীত সংশ্লিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা জানাচ্ছেন। আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
অনিমেষ রায় বলেন, ‘দোতারার মতো একটা অডিও মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম খুব দরকার ছিল বাংলা গানের জন্য। দোতারা আমাদের সংগীতকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ভালো লাগছে বাংলা নববর্ষে আমার গান দিয়ে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হচ্ছে জেনে।’
টালিউডে নিয়মিত কাজ করতে চান আরিফিন শুভ। আর তাই সেখানে থাকার ঠিকানা খুঁজছেন তিনি। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ জানান, টালিউডের নির্মাতারা তাঁকে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তাই সেখানে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগটা নিতে চান তিনি।
৪ ঘণ্টা আগেট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
১২ ঘণ্টা আগেকণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন...
১৩ ঘণ্টা আগেহলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে