Ajker Patrika

কনসার্টে গিটার ভেঙে সমালোচনার মুখে এপি ধিল্লোঁ 

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১১: ৪২
কনসার্টে গিটার ভেঙে সমালোচনার মুখে এপি ধিল্লোঁ 

বিশ্বের অন্যতম বড় সংগীতের আয়োজন কোচেলা ভ্যালি মিউজিক্যাল অ্যান্ড আর্টস কনসার্টের এবারের আসরে পারফর্ম করেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় র‍্যাপার এপি ধিল্লোঁ। পারফরমেন্সের কারণে যেখানে আলোচনায় থাকার কথা, উল্টো সমালোচনার মুখে পড়েছেন তিনি। পারফরম্যান্স শেষে কোনো কারণ ছাড়াই নিজের গিটার আছড়ে ভেঙে ফেলেন এই গায়ক। সেই ভিডিও হয়েছে ভাইরাল। এমন কাণ্ড দেখে অবাক হয়েছেন উপস্থিত দর্শক।

নেটিজেনরাও বিরক্ত এপির এ রকম কাণ্ড দেখে। তাঁর জনপ্রিয় গান ‘ব্রাউন মুণ্ডে’ গাওয়ার পরেই এ কাজ করেন তিনি। আর তারপর সমালোচনার মুখে পড়তে হয় র‍্যাপারকে। এক নেটিজেন লিখেছেন, ‘যা আপনাকে স্টেজ অবধি পৌঁছাতে সাহায্য করেছে, তাকে সম্মান করতে শিখুন।’

কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল বিশ্বের অন্যতম সেরা কনসার্ট। সেখানে চলতি বছরে পারফর্ম করার সুযোগ পেয়েছেন এপি। গত বছর কোচেলা ফেস্টিভ্যালে পারফর্ম করেছিলেন ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সেই প্রসঙ্গ টেনে অন্য এক নেটিজেন লিখেছেন, ‘এখানেই দিলজিৎ (দোসাঞ্জ) অন্যদের থেকে আলাদা। আপনি কি মনে করেন এই সব দেখতে খুব ভালো লাগে? নিজেকে ‘‘কুল’’ প্রমাণ করতে চান?’ তৃতীয় আরেকজনের মন্তব্য, ‘গিটার ভাঙলেন কোন সাহসে? এটা করা আপনার একেবারেই উচিত হয়নি।’

নেটিজেনদের সুরেই ভারতীয় গায়ক রাহুল বৈদ্য সমালোচনা শাণিয়ে বলেছেন, ‘আনফরচুনেট বিহেভিয়র। স্টেজ ও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের খেয়াল রাখা আমাদের সংস্কৃতি। আর এই পাঞ্জাবি গায়ক ওয়েস্টার্ন স্টাইল নকল করে স্টেজে গিটার ভাঙছেন। দুঃখজনক। ভাই এপি, নিজের শিকড় ভুলে যেও না।’

কোচেলা ভ্যালি মিউজিক্যাল অ্যান্ড আর্টস কনসার্টে এপি ধিল্লোঁ। ছবি: এএফপিএ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি এপি। কোচেলার অফিশিয়াল হ্যান্ডেলে এপির ভিডিও পোস্ট করে অবশ্য লেখা হয়, ‘ইটস আ স্ম্যাশ।’

উল্লেখ্য, এপি ধিল্লোঁ বা অমৃতপাল সিং ধিল্লোঁ ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় গায়ক-র‍্যাপার। তাঁর পাঁচটি গান সারা বিশ্বে সেরা জনপ্রিয় গানের তালিকায় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত