তারকা ক্রিকেটারদের অনেককেই মাঠের বাইরে শখের বশে নাচ, গান, অভিনয়ের মতো বিনোদনের সঙ্গে মেতে থাকতে দেখা যায়। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে শুরু করে ভারতের কোহলিসহ অনেক তারকা ক্রিকেটার পর্দায় নিয়মিত। এবার সে তালিকায় নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। ভারতের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছালের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি, এর সঙ্গে মিউজিক ভিডিও নাচতেও দেখা যাবে তাঁকে।
‘লাড়কি তো কামাল কি’ শিরোনামের গানটি প্রকাশ্যে আসবে আগামী ৯ মে। গানটির মিউজিক ভিডিওতে রাসেলের বিপরীতে অভিনয় করেছেন অভিকা গোর। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পলাশ মুচ্ছাল। সম্পর্কে তিনি পলক মুচ্ছালের ভাই।
ভারতীয় সুরকার এবং চিত্র পরিচালক পলাশ মুচ্ছাল ভারতের অন্যতম তারকা নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার কাছের বন্ধু। তাঁদের মধ্যে প্রেমের গুঞ্জনও সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়া উঠে এসেছে। প্রকাশ্যে কিছু না জানালেও চলতি বছরের নারী আইপিএলের ফাইনালে স্মৃতি মান্ধানার নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের মুহূর্তে পলাশ মুচ্ছাল মাঠে উপস্থিত ছিলেন।
চলতি আইপিএলে দারুণ ফর্ম আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে এবার এই ক্যারিবিয়ান তারকা গান গেয়েও ভক্তদের কতটা মনোরঞ্জন করতে পারেন সেটাই দেখার। গানটি মুক্তি ইউটিউবে পাবে ৯ মে।
তারকা ক্রিকেটারদের অনেককেই মাঠের বাইরে শখের বশে নাচ, গান, অভিনয়ের মতো বিনোদনের সঙ্গে মেতে থাকতে দেখা যায়। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে শুরু করে ভারতের কোহলিসহ অনেক তারকা ক্রিকেটার পর্দায় নিয়মিত। এবার সে তালিকায় নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। ভারতের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছালের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি, এর সঙ্গে মিউজিক ভিডিও নাচতেও দেখা যাবে তাঁকে।
‘লাড়কি তো কামাল কি’ শিরোনামের গানটি প্রকাশ্যে আসবে আগামী ৯ মে। গানটির মিউজিক ভিডিওতে রাসেলের বিপরীতে অভিনয় করেছেন অভিকা গোর। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পলাশ মুচ্ছাল। সম্পর্কে তিনি পলক মুচ্ছালের ভাই।
ভারতীয় সুরকার এবং চিত্র পরিচালক পলাশ মুচ্ছাল ভারতের অন্যতম তারকা নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার কাছের বন্ধু। তাঁদের মধ্যে প্রেমের গুঞ্জনও সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়া উঠে এসেছে। প্রকাশ্যে কিছু না জানালেও চলতি বছরের নারী আইপিএলের ফাইনালে স্মৃতি মান্ধানার নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের মুহূর্তে পলাশ মুচ্ছাল মাঠে উপস্থিত ছিলেন।
চলতি আইপিএলে দারুণ ফর্ম আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে এবার এই ক্যারিবিয়ান তারকা গান গেয়েও ভক্তদের কতটা মনোরঞ্জন করতে পারেন সেটাই দেখার। গানটি মুক্তি ইউটিউবে পাবে ৯ মে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে