জীবন বদলে দেওয়া চার্লি চ্যাপলিনের কিছু কথা
পরনে জরাজীর্ণ কোট-টাই, ঢিলেঢালা মলিন প্যান্টের সাথে মাথায় কালো রঙের ডার্বি হ্যাট, হাতে ছড়ি, পায়ে পুরোনো এক জোড়া বুট আর ঠোঁটের ওপর খাটো অথচ প্রশস্ত একটুখানি টুথব্রাশ গোঁফ–এই লোকটাকে আর কেউ নন, সকলের প্রিয় মূকাভিনেতা চার্লি চ্যাপলিন। এক শতাব্দী পূর্বে তাঁর অমর কাজগুলো আজকের দিনেও আমাদের বিনোদনের খোরাক