আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রাত পোহালেই জানা যাবে এবারের অস্কারের চূড়ান্ত বিজয়ীদের নাম। বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোরে লস অ্যাঞ্জেলসে হলিউডের ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৬তম আসর। এর আগে অস্কার জিতবে কে—এই প্রশ্নের উত্তর জানতে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। সোনালি ট্রফির দৌড়ে এবার একাধিক ছবি আছে আলোচনায়। অস্কার কার জেতা উচিত, কে জিতবে তা নিয়েও চলছে তর্ক–বিতর্ক।
এবারের অস্কারে ‘সেরা অভিনেত্রী’ বিভাগে মনোনয়ন পেয়েছেন পাঁচজন অভিনেত্রী। তাঁরা হলেন—লিলি গ্ল্যাডস্টন, সান্ড্রা হুলার, অ্যানেট বেনিং, এমা স্টোন ও কেরি মুলিগান। তবে কার হাতে উঠছে সেরার পুরস্কার, তা নিয়ে চলছে জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সমর্থন পাচ্ছেন অভিনেত্রীরা, পিছিয়ে নেই চলচ্চিত্র সমালোচকেরাও। কে জিতবেন সেরা অভিনেত্রীর পুরস্কার—এ বিষয়ে অনেকেই করছেন ভবিষ্যদ্বাণী।
প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’–এর জন্য মনোনয়ন পেয়েছেন লিলি গ্ল্যাডস্টন। ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েতের ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার জন্য রয়েছেন জার্মান অভিনেত্রী সান্ড্রা হুলার। মার্কিন নির্মাতা এলিজাবেথ চাই ভাসারেলি ও জিমি চিন পরিচালিত ‘নায়াড’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে জায়গা করে নিয়েছেন মার্কিন অভিনেত্রী অ্যানেট বেনিং। গ্রিক নির্মাতা ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’–এর জন্য রয়েছেন মার্কিন অভিনেত্রী এমা স্টোন।
এদিকে, মার্কিন অভিনেতা–নির্মাতা ব্র্যাডলি কুপারের ‘মায়েস্ত্রো’ ছবির জন্য এই বিভাগে মনোনীত হয়েছেন ইংরেজ অভিনেত্রী কেরি মুলিগান।
চলচ্চিত্র সমালোচকদের ভবিষ্যদ্বাণী ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে অস্কারের দৌড়ে এগিয়ে আছেন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টন ও এমা স্টোন। চলচ্চিত্র সমালোচকেরাও বলছেন, শেষ বিচারে টস হলে তাঁদের মধ্যে যেকোনো একজন থাকছেন বিজয়ী হিসেবে।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের মতে, মুদ্রার এপিঠ–ওপিঠে রয়েছেন এই দুই অভিনেত্রী। শেষ বিচারে টস হলে তাঁদের মধ্যে যেকোনো একজন থাকছেন। দুজনেই গোল্ডেন গ্লোবসে দ্যুতি ছড়িয়েছেন। ক্রিটিকস চয়েস ও বাফটার আসরে বাজিমাত করেছেন এমা স্টোন। অন্যদিকে, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ট্রফি উঠেছে গ্ল্যাডস্টনের হাতে।
তবে চলচ্চিত্র সমালোচকের অনেকেই এই দুজনের পর এগিয়ে রাখছেন জার্মান অভিনেত্রী সান্ড্রা হুলারকে। ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েতের কোর্টরুম ড্রামা ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার প্রতিটি দৃশ্যে হুলারের দাপুটে উপস্থিতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
প্রসঙ্গত, প্রতীক্ষা শেষে সিনেপ্রেমীরা স্থানীয় সময় রোববার (১০ মার্চ) এবং বাংলাদেশ সময় ১১ মার্চ ভোরে জেনে যাবেন এবারের অস্কার যাচ্ছে কার হাতে। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জমকালো আয়োজনটি অনুষ্ঠিত হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। পুরো আসরের উপস্থাপনায় থাকবেন জিমি কিমেল।
আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রাত পোহালেই জানা যাবে এবারের অস্কারের চূড়ান্ত বিজয়ীদের নাম। বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোরে লস অ্যাঞ্জেলসে হলিউডের ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৬তম আসর। এর আগে অস্কার জিতবে কে—এই প্রশ্নের উত্তর জানতে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। সোনালি ট্রফির দৌড়ে এবার একাধিক ছবি আছে আলোচনায়। অস্কার কার জেতা উচিত, কে জিতবে তা নিয়েও চলছে তর্ক–বিতর্ক।
এবারের অস্কারে ‘সেরা অভিনেত্রী’ বিভাগে মনোনয়ন পেয়েছেন পাঁচজন অভিনেত্রী। তাঁরা হলেন—লিলি গ্ল্যাডস্টন, সান্ড্রা হুলার, অ্যানেট বেনিং, এমা স্টোন ও কেরি মুলিগান। তবে কার হাতে উঠছে সেরার পুরস্কার, তা নিয়ে চলছে জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সমর্থন পাচ্ছেন অভিনেত্রীরা, পিছিয়ে নেই চলচ্চিত্র সমালোচকেরাও। কে জিতবেন সেরা অভিনেত্রীর পুরস্কার—এ বিষয়ে অনেকেই করছেন ভবিষ্যদ্বাণী।
প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’–এর জন্য মনোনয়ন পেয়েছেন লিলি গ্ল্যাডস্টন। ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েতের ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার জন্য রয়েছেন জার্মান অভিনেত্রী সান্ড্রা হুলার। মার্কিন নির্মাতা এলিজাবেথ চাই ভাসারেলি ও জিমি চিন পরিচালিত ‘নায়াড’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে জায়গা করে নিয়েছেন মার্কিন অভিনেত্রী অ্যানেট বেনিং। গ্রিক নির্মাতা ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’–এর জন্য রয়েছেন মার্কিন অভিনেত্রী এমা স্টোন।
এদিকে, মার্কিন অভিনেতা–নির্মাতা ব্র্যাডলি কুপারের ‘মায়েস্ত্রো’ ছবির জন্য এই বিভাগে মনোনীত হয়েছেন ইংরেজ অভিনেত্রী কেরি মুলিগান।
চলচ্চিত্র সমালোচকদের ভবিষ্যদ্বাণী ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে অস্কারের দৌড়ে এগিয়ে আছেন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টন ও এমা স্টোন। চলচ্চিত্র সমালোচকেরাও বলছেন, শেষ বিচারে টস হলে তাঁদের মধ্যে যেকোনো একজন থাকছেন বিজয়ী হিসেবে।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের মতে, মুদ্রার এপিঠ–ওপিঠে রয়েছেন এই দুই অভিনেত্রী। শেষ বিচারে টস হলে তাঁদের মধ্যে যেকোনো একজন থাকছেন। দুজনেই গোল্ডেন গ্লোবসে দ্যুতি ছড়িয়েছেন। ক্রিটিকস চয়েস ও বাফটার আসরে বাজিমাত করেছেন এমা স্টোন। অন্যদিকে, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ট্রফি উঠেছে গ্ল্যাডস্টনের হাতে।
তবে চলচ্চিত্র সমালোচকের অনেকেই এই দুজনের পর এগিয়ে রাখছেন জার্মান অভিনেত্রী সান্ড্রা হুলারকে। ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েতের কোর্টরুম ড্রামা ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার প্রতিটি দৃশ্যে হুলারের দাপুটে উপস্থিতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
প্রসঙ্গত, প্রতীক্ষা শেষে সিনেপ্রেমীরা স্থানীয় সময় রোববার (১০ মার্চ) এবং বাংলাদেশ সময় ১১ মার্চ ভোরে জেনে যাবেন এবারের অস্কার যাচ্ছে কার হাতে। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জমকালো আয়োজনটি অনুষ্ঠিত হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। পুরো আসরের উপস্থাপনায় থাকবেন জিমি কিমেল।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৪ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৯ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৯ ঘণ্টা আগে