Ajker Patrika

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ‘দ্য জোন অব ইন্টারেস্ট’

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৪: ১৬
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ‘দ্য জোন অব ইন্টারেস্ট’

৯৬তম অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের অস্কার জিতেছে ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজারের সিনেমা ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমাতে একজন কনসেনট্রেশন ক্যাম্প কমান্ডার এবং তার পরিবারের গল্প উঠে এসেছে।

গত কান উৎসবে জিতে নিয়েছে দুটি প্রধান পুরস্কারও। ন্যাশনাল বোর্ড অব রিভিউ ঘোষিত ২০২৩ সালের সেরা পাঁচটি আন্তর্জাতিক সিনেমার মধ্যে এটি একটি। বাফটায় তিন পুরস্কার জেতার পর এটি এবারের অস্কার আসরেও ৫টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। সব মিলিয়ে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’–এর এ পুরস্কার প্রাপ্তি অনেকটায় অনুমেয় ছিল বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। 

ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজারের এই সিনেমাটির চিত্রায়ণ হয়েছে পোল্যান্ডে এবং প্রধানত জার্মান ভাষায়। 

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল—পারফেক্ট ডেজ (জাপান), সোসাইটি অব দ্য স্নো (স্পেন), ক্যাপিটানো (ইতালি), দ্য টিচার্স লাউঞ্জ (জার্মানি)। 

৯৬তম অস্কারের মঞ্চে ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজার। ছবি: এএফপিউল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত