Ajker Patrika

হলিউড অভিনেত্রী অলিভিয়া মুন স্তন ক্যানসারে আক্রান্ত 

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৭: ৫০
হলিউড অভিনেত্রী অলিভিয়া মুন স্তন ক্যানসারে আক্রান্ত 

ক্যানসারে আক্রান্ত হয়েছেন হলিউড অভিনেত্রী অলিভিয়া মুন। গত ১৩ মার্চ ইনস্টাগ্রাম পোস্টে স্তন ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। গত দশ মাসে চারবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। এত দিন বিষয়টি একেবারে গোপন রেখেছেন তিনি। এমনকি গত ১১ মার্চ ৯৬তম অস্কারেও হাজির ছিলেন অলিভিয়া। সেখানেও বিষয়টি নিয়ে কোনও কথা বলেননি অভিনেত্রী।

ইনস্টাগ্রামে হাসপাতালে তোলা ছবি শেয়ার করে ‘আয়রন ম্যান টু’ খ্যাত অলিভিয়া লিখেছেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি জেনেটিক পরীক্ষা করিয়েছিলাম, যাতে ৯০টি ভিন্ন ভিন্ন ক্যানসারের পরীক্ষা করানো হয়। এর দুই মাস পর আমার স্তন ক্যানসার শনাক্ত হয়।’

কঠিন সেই সময়ের কথা উল্লেখ করে ৪৩ বয়সী অভিনেত্রী লিখেছেন, ‘আমার উভয় স্তনে লুমিনাল বি ক্যানসার ছিল। লুমিনাল বি আক্রমণাত্মক এবং দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১০ মাসে আমার ৪টি অস্ত্রোপচার হয়েছে। আমি বহুদিন বিছানায় কাটিয়েছি। এই সময়ে আমি ক্যানসার ও তাঁর চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি।’

অলিভিয়া জানিয়েছেন, গত ১০ মাসে ৪টি অস্ত্রোপচার করা হয়েছে অভিনেত্রীর। বায়োপসির ৩০ দিন পরে একটি ডাবল ম্যাস্টেক্টমি করা হয়েছিল। আরও জানিয়েছেন, যে সমস্ত দিনগুলো বিছানায় শুয়ে কাটিয়েছেন, সেই সময় তিনি ক্যানসার ও চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছেন। তাঁর কথায়, ‘আশ্চর্যজনকভাবে, আমি মাত্র দুবার কেঁদেছি। আমার মনে হয় এটা কান্নার সময় ছিল বলে আমার মনে হয়নি।’ পোস্টে বন্ধু, পরিবার, বিশেষ করে তার সঙ্গী এবং কৌতুক অভিনেতা জন মুলানিকে ধন্যবাদ জানিয়েছেন অলিভিয়া।

হলিউড অভিনেত্রী অলিভিয়া মুন।উল্লেখ্য, ‘আয়রন ম্যান টু’ সিনেমাতে চেজ রবার্টস চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। ২০১৬ সালে মুক্তি পায় ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’, এতে সাইলক নামক চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। অলিভিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গেটওয়ে’। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পায় এই ছবি। এরপর আর অবশ্য কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত