ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা রণবীর-ইয়াশের ‘রামায়ণ’
ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ‘রামায়ণ’। পৌরাণিক গল্পে নির্মিত এ সিনেমা মুক্তি পাবে দুই ভাগে। প্রথম পর্ব আসবে ২০২৬ সালের দীপাবলিতে, আর পরের বছরের একই উৎসবে আসবে দ্বিতীয় পর্ব। কয়েক দিন আগে শেষ হয়েছে প্রথম ভাগের শুটিং, আর দ্বিতীয় অংশের কাজ শুরু হবে আগস্ট থেকে।