বিনোদন ডেস্ক
মালয়ালম সিনেমার অন্যতম সেরা অভিনেতা ফাহাদ ফাসিল। তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রিতেও ব্যাপক জনপ্রিয় তিনি। ‘বেঙ্গালুরু ডেজ’, ‘কুম্বালাঙ্গি নাইটস’, ‘সুপার ডিলাক্স’, ‘মালিক’, ‘ট্রান্স’, ‘পুষ্পা’, ‘আভেশাম’—ফাহাদ ফাসিলের আলোচিত সিনেমার সংখ্যা অনেক। প্রতিটি সিনেমায় বিচিত্র সব চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
কিন্তু জানেন কি, একসময় হলিউডের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফাহাদ ফাসিল? তা-ও অস্কারজয়ী ম্যাক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর কাছ থেকে!
‘আমোরেস পেররোস’, ‘বাবেল’, ‘বার্ডম্যান’, ‘দ্য রেভেন্যান্ট’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা ইনারিতুর পরিচালনায় কাজ করার ইচ্ছা পূরণ হয়নি ফাহাদ ফাসিলের। বাধ্য হয়ে সুযোগটি ফিরিয়ে দিতে হয়েছিল। কিউ স্টুডিওকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল জানিয়েছেন সে ঘটনা।
ফাহাদ ফাসিল বলেন, ‘উনি (ইনারিতু) আমাকে প্রত্যাখ্যান করেননি। আসল সমস্যা হয়েছিল আমার উচ্চারণ (অ্যাকসেন্ট) নিয়ে। আমাকে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে গিয়ে তিন-চার মাস থাকতে হবে, যাতে উচ্চারণ নিখুঁত হয়। কিন্তু সেখানে থাকার খরচ তাঁরা দিতে রাজি হননি। তাই পিছিয়ে আসি। না হলে দৌড়ে চলে যেতাম।’
ফাহাদ ফাসিল বলেন, ‘ভিডিওকলে ইনারিতুর সঙ্গে কথা হয়েছিল। সম্ভবত সেই কথোপকথনেই উনি বুঝে গিয়েছিলেন, আমার অ্যাকসেন্ট তাঁর লেখা চরিত্রের মতো নয়। এমন অনেক সিনেমা আমি হারিয়েছি। কিন্তু আমার জীবনের আসল ম্যাজিক ঘটেছে মালয়ালম সিনেমাতেই। তাই ভবিষ্যতেও যদি কোনো বড় ম্যাজিক আসে, আমি চাইব, সেটা মালয়ালম সিনেমার হাত ধরেই আসুক। মালয়ালম সিনেমাই আমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করুক।’
২০২৪ সালে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমায় প্রশংসিত হওয়ার পর এ বছর এখন পর্যন্ত একটিই সিনেমা মুক্তি পেয়েছে ফাহাদ ফাসিলের। ‘মারিসান’ নামের সিনেমাটি প্রেক্ষাগৃহে এসেছিল গত ২৫ জুলাই। সিনেমাটি এবার আসছে ওটিটিতে। ২২ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে মারিসান। আর ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘অদুম কুঠিরা ছাদুম কুঠিরা’।
মালয়ালম সিনেমার অন্যতম সেরা অভিনেতা ফাহাদ ফাসিল। তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রিতেও ব্যাপক জনপ্রিয় তিনি। ‘বেঙ্গালুরু ডেজ’, ‘কুম্বালাঙ্গি নাইটস’, ‘সুপার ডিলাক্স’, ‘মালিক’, ‘ট্রান্স’, ‘পুষ্পা’, ‘আভেশাম’—ফাহাদ ফাসিলের আলোচিত সিনেমার সংখ্যা অনেক। প্রতিটি সিনেমায় বিচিত্র সব চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
কিন্তু জানেন কি, একসময় হলিউডের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফাহাদ ফাসিল? তা-ও অস্কারজয়ী ম্যাক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর কাছ থেকে!
‘আমোরেস পেররোস’, ‘বাবেল’, ‘বার্ডম্যান’, ‘দ্য রেভেন্যান্ট’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা ইনারিতুর পরিচালনায় কাজ করার ইচ্ছা পূরণ হয়নি ফাহাদ ফাসিলের। বাধ্য হয়ে সুযোগটি ফিরিয়ে দিতে হয়েছিল। কিউ স্টুডিওকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল জানিয়েছেন সে ঘটনা।
ফাহাদ ফাসিল বলেন, ‘উনি (ইনারিতু) আমাকে প্রত্যাখ্যান করেননি। আসল সমস্যা হয়েছিল আমার উচ্চারণ (অ্যাকসেন্ট) নিয়ে। আমাকে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে গিয়ে তিন-চার মাস থাকতে হবে, যাতে উচ্চারণ নিখুঁত হয়। কিন্তু সেখানে থাকার খরচ তাঁরা দিতে রাজি হননি। তাই পিছিয়ে আসি। না হলে দৌড়ে চলে যেতাম।’
ফাহাদ ফাসিল বলেন, ‘ভিডিওকলে ইনারিতুর সঙ্গে কথা হয়েছিল। সম্ভবত সেই কথোপকথনেই উনি বুঝে গিয়েছিলেন, আমার অ্যাকসেন্ট তাঁর লেখা চরিত্রের মতো নয়। এমন অনেক সিনেমা আমি হারিয়েছি। কিন্তু আমার জীবনের আসল ম্যাজিক ঘটেছে মালয়ালম সিনেমাতেই। তাই ভবিষ্যতেও যদি কোনো বড় ম্যাজিক আসে, আমি চাইব, সেটা মালয়ালম সিনেমার হাত ধরেই আসুক। মালয়ালম সিনেমাই আমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করুক।’
২০২৪ সালে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমায় প্রশংসিত হওয়ার পর এ বছর এখন পর্যন্ত একটিই সিনেমা মুক্তি পেয়েছে ফাহাদ ফাসিলের। ‘মারিসান’ নামের সিনেমাটি প্রেক্ষাগৃহে এসেছিল গত ২৫ জুলাই। সিনেমাটি এবার আসছে ওটিটিতে। ২২ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে মারিসান। আর ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘অদুম কুঠিরা ছাদুম কুঠিরা’।
‘মতুয়া রত্ন সম্মান-২০২৫’ সম্মাননা পাচ্ছেন নির্মাতা তানভীর মোকাম্মেল। ৩১ আগস্ট (শনিবার) সর্বভারতীয় মতুয়া মহাসংঘের উদ্যোগে পশ্চিমবঙ্গের বনগাঁর ত্রিকোণ পার্কের নীলপদ্ম অডিটোরিয়ামে তানভীর মোকাম্মেলের হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।
১ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনের ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে দুটি নতুন গান গাইলেন চার সংগীতশিল্পী সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। দুটি গানই লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক চলচ্চিত্রকে যুক্তরাষ্ট্রের মূলধারার বাজারে পৌঁছে দেওয়ার নতুন সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ভিজ্যুয়াল ডাবিং প্রযুক্তি। লস অ্যাঞ্জেলেসভিত্তিক স্বাধীন প্রযোজনা সংস্থা এক্সওয়াইজেড ফিল্মসের প্রধান পরিচালন কর্মকর্তা ম্যাকসিম কট্রে জানান, এত দিন বিদেশি ভাষার চলচ্চিত্র যুক্ত
৭ ঘণ্টা আগেপরিচালক মুরুগাদোস জানান, গল্পটি ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে না পারার কারণেই সিকান্দার ব্যর্থ হয়েছে। সিনেমাটি তিনি যেভাবে তৈরি করতে চেয়েছিলেন, সেভাবে পারেননি। দুই বছর বিরতির পর গত ৩০ মার্চ মুক্তি পায় সালমান খানের নতুন সিনেমা। ‘সিকান্দার’ নামের সিনেমাটি নিয়ে প্রত্যাশা ছিল অনেক।
৮ ঘণ্টা আগে