বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘তাণ্ডব’-এর পর গত মাসে নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতরে। এর মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল, আরেক নতুন নির্মাতা সাকিব ফাহাদের সিনেমায় অভিনয় করবেন শাকিব। যেটি মুক্তি পাবে ঈদের আগে। অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন শাকিব খান। জানালেন ‘সোলজার’ নামের সিনেমা নিয়ে আগামী ডিসেম্বরে দর্শকদের সামনে আসতে চান তিনি।
এক মাসের বেশি সময় অবকাশ যাপনে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব। সঙ্গে রয়েছেন শবনম বুবলী ও তাঁদের ছেলে শেহজাদ খান বীর। সেখান থেকে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব জানালেন, আগামী ডিসেম্বরে সাকিব ফাহাদের সোলজার সিনেমা মুক্তির লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। তিনি দেশের বাইরে থাকলেও জোরেশোরে চলছে নতুন সিনেমার প্রস্তুতি।
শাকিব খান বলেন, ‘ধুমধাড়াক্কা সিনেমা তো অনেক হয়েছে। এবার গল্পনির্ভর একটু অন্য ধরনের সিনেমা নিয়ে আসতে চাই। সেভাবেই সব কাজ আগাচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির নাম সোলজার, যেটা এই ডিসেম্বরে রিলিজের প্ল্যান আছে।’
এক মাস ধরে শাকিবের এই সিনেমা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। খবর ছড়িয়েছিল সেনা কর্মকর্তার চরিত্রে সাকিব ফাহাদের সিনেমায় অভিনয় করবেন শাকিব। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, এ্তই সিনেমায় শাকিবের বিপরীতে থাকবেন তানজিন তিশা। তবে এসব নিয়ে কোনো বক্তব্য দেননি সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা। অবশেষে শাকিব খানের বক্তব্যে পরিষ্কার হলো সিনেমার নাম ও মুক্তির সময়।
জানা গেছে, সোলজার সিনেমায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্টের চরিত্রে দেখে দেবেন শাকিব। দায়িত্ব পালনকালে সেই এজেন্টের মানসিক টানাপোড়েন, ব্যক্তিগত জীবনের নানা দ্বন্দ্ব আর দেশের রাজনৈতিক পরিস্থিতি ফুটে উঠবে সিনেমার গল্পে। আগামী মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শিগগির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে সিনেমার অন্য অভিনয়শিল্পীদের নাম।
এদিকে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট করার পর সমালোচনার মুখে পড়েন শাকিব খান। এ নিয়ে শাকিব বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের যেমন স্মরণ করা উচিত, তেমনি দেশের জন্য অতীতে যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, জাতির সেসব শ্রেষ্ঠ সন্তানদেরও সম্মান জানানো উচিত।.. সম্প্রতি দেওয়া আমার পোস্টে কাউকে মনঃক্ষুণ্ন করার কোনো উদ্দেশ্য ছিল না। যাঁরা এটাকে কেন্দ্র করে বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন, তা মোটেও গ্রহণযোগ্য নয়।’
শাকিব খান আরও জানান, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। কখনো রাজনৈতিক কোনো সুবিধা তিনি নেননি। বিগত সময়ে রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার প্রস্তাব পেলেও সিনেমার কথা ভেবে তা সচেতনভাবে এড়িয়ে গেছেন।
‘তাণ্ডব’-এর পর গত মাসে নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতরে। এর মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল, আরেক নতুন নির্মাতা সাকিব ফাহাদের সিনেমায় অভিনয় করবেন শাকিব। যেটি মুক্তি পাবে ঈদের আগে। অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন শাকিব খান। জানালেন ‘সোলজার’ নামের সিনেমা নিয়ে আগামী ডিসেম্বরে দর্শকদের সামনে আসতে চান তিনি।
এক মাসের বেশি সময় অবকাশ যাপনে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব। সঙ্গে রয়েছেন শবনম বুবলী ও তাঁদের ছেলে শেহজাদ খান বীর। সেখান থেকে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব জানালেন, আগামী ডিসেম্বরে সাকিব ফাহাদের সোলজার সিনেমা মুক্তির লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। তিনি দেশের বাইরে থাকলেও জোরেশোরে চলছে নতুন সিনেমার প্রস্তুতি।
শাকিব খান বলেন, ‘ধুমধাড়াক্কা সিনেমা তো অনেক হয়েছে। এবার গল্পনির্ভর একটু অন্য ধরনের সিনেমা নিয়ে আসতে চাই। সেভাবেই সব কাজ আগাচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির নাম সোলজার, যেটা এই ডিসেম্বরে রিলিজের প্ল্যান আছে।’
এক মাস ধরে শাকিবের এই সিনেমা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। খবর ছড়িয়েছিল সেনা কর্মকর্তার চরিত্রে সাকিব ফাহাদের সিনেমায় অভিনয় করবেন শাকিব। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, এ্তই সিনেমায় শাকিবের বিপরীতে থাকবেন তানজিন তিশা। তবে এসব নিয়ে কোনো বক্তব্য দেননি সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা। অবশেষে শাকিব খানের বক্তব্যে পরিষ্কার হলো সিনেমার নাম ও মুক্তির সময়।
জানা গেছে, সোলজার সিনেমায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্টের চরিত্রে দেখে দেবেন শাকিব। দায়িত্ব পালনকালে সেই এজেন্টের মানসিক টানাপোড়েন, ব্যক্তিগত জীবনের নানা দ্বন্দ্ব আর দেশের রাজনৈতিক পরিস্থিতি ফুটে উঠবে সিনেমার গল্পে। আগামী মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শিগগির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে সিনেমার অন্য অভিনয়শিল্পীদের নাম।
এদিকে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট করার পর সমালোচনার মুখে পড়েন শাকিব খান। এ নিয়ে শাকিব বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের যেমন স্মরণ করা উচিত, তেমনি দেশের জন্য অতীতে যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, জাতির সেসব শ্রেষ্ঠ সন্তানদেরও সম্মান জানানো উচিত।.. সম্প্রতি দেওয়া আমার পোস্টে কাউকে মনঃক্ষুণ্ন করার কোনো উদ্দেশ্য ছিল না। যাঁরা এটাকে কেন্দ্র করে বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন, তা মোটেও গ্রহণযোগ্য নয়।’
শাকিব খান আরও জানান, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। কখনো রাজনৈতিক কোনো সুবিধা তিনি নেননি। বিগত সময়ে রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার প্রস্তাব পেলেও সিনেমার কথা ভেবে তা সচেতনভাবে এড়িয়ে গেছেন।
টানা দুই সিজনের সাফল্যের পর গত বছর শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। ওই বছরের পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয় নতুন সিজনের প্রথম গান ‘তাঁতি’। তখন জানানো হয়েছিল নতুন সিজনে থাকবে ১১টি গান।
৫ ঘণ্টা আগেদীর্ঘদিনের মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে শুটিংয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমার মাধ্যমেই শুটিংয়ে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু পরিচালকের সঙ্গে মতানৈক্যের কারণে ভেস্তে গিয়েছে সেই পরিকল্পনা।
৫ ঘণ্টা আগেপ্রাচ্যনাটের ৩৫তম প্রযোজনা ‘পুলসিরাত’। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘মেন ইন দ্য সান’ উপন্যাস অবলম্বনে অনুবাদ করেছেন মাসুমুল আলম, নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল, নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন।
১৭ ঘণ্টা আগেঅনেক দিন ধরে হাতে কাজ না থাকায় অর্থকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন রুদ্রনীল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, অর্থাভাবে নিজের বাড়ি-গাড়িও বিক্রি করতে হয়েছে তাঁকে।
১ দিন আগে