Ajker Patrika

পরিচালক ফারহানের সঙ্গে মতের অমিলের কারণেই ডন ছেড়েছেন শাহরুখ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৪৫
পরিচালক ফারহানের সঙ্গে মতের অমিলের কারণেই ডন ছেড়েছেন শাহরুখ

শাহরুখ খানকে আপাতত আর ডন চরিত্রে দেখা যাবে না। তাঁর জায়গায় নতুন ডন হয়ে আসছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ডন ফ্র্যাঞ্চাইজির গত দুই সিনেমাতে শাহরুখ খানকে দেখা গিয়েছিল নাম ভূমিকায়। দর্শকদের থেকে বিপুল সাড়াও পেয়েছিল ছবি দুটি। কিন্তু রণবীরকে শাহরুখের জায়গায় নতুন ডন হিসেবে ঘোষণা করার পর থেকেই অনেকেই সেটা মানতে পারছেন না।

বলিউড বাদশাহর ভক্তরা ইতিমধ্যে বয়কটের স্লোগান তুলেছেন, বিরক্তি প্রদর্শন করেছেন। কিন্তু পরিচালক কেন হঠাৎ করে শাহরুখ খানকে সরিয়ে রণবীরকে নিতে গেলেন ডন হিসেবে? যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন নির্মাতা ফারহান আখতার।

তিনি জানিয়েছেন, শাহরুখ ও ফারহান আখতারের সম্মতিতেই এ সিদ্ধান্ত এসেছে। তাঁর কথায়, ‘এখানে কাউকে রিপ্লেস করার কথা চিন্তা করা যায় না। তবে শাহরুখের সঙ্গে বিগত কয়েক বছর ধরেই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি, আমি গল্পটাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের দুজনের মতের মিল হচ্ছিল না। তাই সব দিক বিবেচনা করে, ভালোর জন্যই আমরা দুজনে প্রজেক্টটি থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই।’

ডন চরিত্রে বলিউড বাদশাহ শাহরুখতবে এই চরিত্রে রণবীরকে নিয়ে মোটেই ভয় পাচ্ছেন না পরিচালক। ফারহানের কথায়, ‘রণবীরকে এই চরিত্রের জন্য নিতে পেরে আমি ভীষণই খুশি। ও আমাদের এনার্জি জোগাচ্ছে বলতে পারেন।’

রণবীর সিংউল্লেখ্য, শাহরুখের আগে ডন চরিত্রে অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল। এরপর ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে প্রথমবার ‘ডন’ সিনেমাটি বানান নির্মাতা ফারহান আখতার। অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ সিনেমার কাহিনির আদলেই তৈরি হয়েছিল সিনেমাটি। জনপ্রিয়তা পাওয়ার পর ২০১১ সালে সেই সিনেমার দ্বিতীয় পর্ব বানানো হয়। পাঁচ বছরের মধ্যে সিনেমাটির দ্বিতীয় কিস্তি বানানো হলেও গত ১২ বছরেও ‘ডন-৩’ নিয়ে হাজির হতে পারেননি নির্মাতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত