Ajker Patrika

মেট্রোতে চড়ে শুটিং সেটে গেলেন হৃতিক রোশন

মেট্রোতে চড়ে শুটিং সেটে গেলেন হৃতিক রোশন

মেট্রোরেলে চড়ে শুটিং সেটে গেলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। আজ শুক্রবার মুম্বাইয়ের মেট্রোরেলে চড়ে নিজের গন্তব্যে পৌঁছানোর মুহূর্ত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ‘কৃষ’খ্যাত এই নায়ক।

হৃতিক তাঁর ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, মেট্রোতে থাকা অন্য যাত্রীরা হৃতিকের সঙ্গে ছবি তুলছেন। হৃতিকও হাসি মুখে তাদের ফ্রেমে ধরা দিচ্ছেন।

ভক্তদের সঙ্গে মেট্রোতে হৃতিক রোশন। ছবি: ইনস্টাগ্রামএসব ছবির ক্যাপশনে হৃতিক লিখেছেন, ‘আজ মেট্রোরেলে করে শুটিং সেটে এসেছি। সত্যি কিছু মিষ্টি মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। তাদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। ট্রাফিক জ্যাম কিংবা গরম আমাকে স্পর্শ করতে পারেনি।’

হৃতিক রোশনের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। অ্যাকশন ঘরানার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। পুরোদমে চলছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার দৃশ্যধারণের কাজ।

বড় বাজেটের এ সিনেমায় আরও অভিনয় করছেন—অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ। ২০২৪ সালের ২৫ জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত