ঢাকা: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর প্রায় এক বছর হতে চললো। এতদিন পর এসে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেপ্তার করল সিদ্ধার্থ পাঠানিকে। সুশান্ত সিংয়ের বন্ধু তিনি। সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন অভিযুক্ত সিদ্ধার্থ।
গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদ থেকে প্রেপ্তার হন সিদ্ধার্থ। শুরু থেকেই গোয়েন্দা সংস্থা সিবিআই ও এনসিবি একাধিকবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে তাঁকে। ইতিমধ্যেই মুম্বাইয়ে আনা হয়েছে অভিযুক্ত সিদ্ধার্থকে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, মাদক মামলায় প্রেপ্তার করা হয়েছে সিদ্ধার্থকে। শিগগিরই আদালতে তোলা হবে তাঁকে।
গত বছরের ১৪ জুন নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। রহস্যজনক এ মৃত্যুর পর অভিনেতার কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি।
সিবিআইয়ের তদন্তে সুশান্তের পরিচারকের বয়ান অনুযায়ী, ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ প্রথম দেখেন সিদ্ধার্থ। তারপর পুলিশকে খবর দেন তিনি।
সুশান্ত সিংয়ের মৃত্যুর পর বলিউডে মাদক ব্যবসা ও স্বজনপোষণ নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। তলব করা হয় অভিনেতার কাছের বন্ধুদের। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে সুশান্তের পরিবার। গত বছর সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। প্রায় একমাস জেলে থাকার পর জামিনে ছাড়া পান রিয়া।
অভিনেতার মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে উঠে আসে সিদ্ধার্থ পিঠানির নাম। রিয়ার কল রেকর্ড থেকে তদন্তকারী দল জানতে পেরেছিল, ওই বছর সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছিল তাঁর। বন্ধুর মৃত্যুর পর সুশান্তকে নিয়ে তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যমের কাছে একাধিকবার কথা বললেও রিয়ার প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।
ঢাকা: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর প্রায় এক বছর হতে চললো। এতদিন পর এসে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেপ্তার করল সিদ্ধার্থ পাঠানিকে। সুশান্ত সিংয়ের বন্ধু তিনি। সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন অভিযুক্ত সিদ্ধার্থ।
গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদ থেকে প্রেপ্তার হন সিদ্ধার্থ। শুরু থেকেই গোয়েন্দা সংস্থা সিবিআই ও এনসিবি একাধিকবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে তাঁকে। ইতিমধ্যেই মুম্বাইয়ে আনা হয়েছে অভিযুক্ত সিদ্ধার্থকে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, মাদক মামলায় প্রেপ্তার করা হয়েছে সিদ্ধার্থকে। শিগগিরই আদালতে তোলা হবে তাঁকে।
গত বছরের ১৪ জুন নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। রহস্যজনক এ মৃত্যুর পর অভিনেতার কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি।
সিবিআইয়ের তদন্তে সুশান্তের পরিচারকের বয়ান অনুযায়ী, ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ প্রথম দেখেন সিদ্ধার্থ। তারপর পুলিশকে খবর দেন তিনি।
সুশান্ত সিংয়ের মৃত্যুর পর বলিউডে মাদক ব্যবসা ও স্বজনপোষণ নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। তলব করা হয় অভিনেতার কাছের বন্ধুদের। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে সুশান্তের পরিবার। গত বছর সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। প্রায় একমাস জেলে থাকার পর জামিনে ছাড়া পান রিয়া।
অভিনেতার মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে উঠে আসে সিদ্ধার্থ পিঠানির নাম। রিয়ার কল রেকর্ড থেকে তদন্তকারী দল জানতে পেরেছিল, ওই বছর সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছিল তাঁর। বন্ধুর মৃত্যুর পর সুশান্তকে নিয়ে তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যমের কাছে একাধিকবার কথা বললেও রিয়ার প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে