ঢাকা: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর প্রায় এক বছর হতে চললো। এতদিন পর এসে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেপ্তার করল সিদ্ধার্থ পাঠানিকে। সুশান্ত সিংয়ের বন্ধু তিনি। সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন অভিযুক্ত সিদ্ধার্থ।
গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদ থেকে প্রেপ্তার হন সিদ্ধার্থ। শুরু থেকেই গোয়েন্দা সংস্থা সিবিআই ও এনসিবি একাধিকবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে তাঁকে। ইতিমধ্যেই মুম্বাইয়ে আনা হয়েছে অভিযুক্ত সিদ্ধার্থকে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, মাদক মামলায় প্রেপ্তার করা হয়েছে সিদ্ধার্থকে। শিগগিরই আদালতে তোলা হবে তাঁকে।
গত বছরের ১৪ জুন নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। রহস্যজনক এ মৃত্যুর পর অভিনেতার কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি।
সিবিআইয়ের তদন্তে সুশান্তের পরিচারকের বয়ান অনুযায়ী, ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ প্রথম দেখেন সিদ্ধার্থ। তারপর পুলিশকে খবর দেন তিনি।
সুশান্ত সিংয়ের মৃত্যুর পর বলিউডে মাদক ব্যবসা ও স্বজনপোষণ নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। তলব করা হয় অভিনেতার কাছের বন্ধুদের। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে সুশান্তের পরিবার। গত বছর সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। প্রায় একমাস জেলে থাকার পর জামিনে ছাড়া পান রিয়া।
অভিনেতার মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে উঠে আসে সিদ্ধার্থ পিঠানির নাম। রিয়ার কল রেকর্ড থেকে তদন্তকারী দল জানতে পেরেছিল, ওই বছর সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছিল তাঁর। বন্ধুর মৃত্যুর পর সুশান্তকে নিয়ে তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যমের কাছে একাধিকবার কথা বললেও রিয়ার প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।
ঢাকা: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর প্রায় এক বছর হতে চললো। এতদিন পর এসে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেপ্তার করল সিদ্ধার্থ পাঠানিকে। সুশান্ত সিংয়ের বন্ধু তিনি। সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন অভিযুক্ত সিদ্ধার্থ।
গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদ থেকে প্রেপ্তার হন সিদ্ধার্থ। শুরু থেকেই গোয়েন্দা সংস্থা সিবিআই ও এনসিবি একাধিকবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে তাঁকে। ইতিমধ্যেই মুম্বাইয়ে আনা হয়েছে অভিযুক্ত সিদ্ধার্থকে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, মাদক মামলায় প্রেপ্তার করা হয়েছে সিদ্ধার্থকে। শিগগিরই আদালতে তোলা হবে তাঁকে।
গত বছরের ১৪ জুন নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। রহস্যজনক এ মৃত্যুর পর অভিনেতার কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি।
সিবিআইয়ের তদন্তে সুশান্তের পরিচারকের বয়ান অনুযায়ী, ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ প্রথম দেখেন সিদ্ধার্থ। তারপর পুলিশকে খবর দেন তিনি।
সুশান্ত সিংয়ের মৃত্যুর পর বলিউডে মাদক ব্যবসা ও স্বজনপোষণ নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। তলব করা হয় অভিনেতার কাছের বন্ধুদের। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে সুশান্তের পরিবার। গত বছর সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। প্রায় একমাস জেলে থাকার পর জামিনে ছাড়া পান রিয়া।
অভিনেতার মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে উঠে আসে সিদ্ধার্থ পিঠানির নাম। রিয়ার কল রেকর্ড থেকে তদন্তকারী দল জানতে পেরেছিল, ওই বছর সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছিল তাঁর। বন্ধুর মৃত্যুর পর সুশান্তকে নিয়ে তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যমের কাছে একাধিকবার কথা বললেও রিয়ার প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৩ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১৩ ঘণ্টা আগে