Ajker Patrika

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ দিয়ে স্বমহিমায় ফিরছে মার্ভেল

বিনোদন ডেস্ক
রবার্ট ডাউনি জুনিয়র। ছবি: ইনস্টাগ্রাম
রবার্ট ডাউনি জুনিয়র। ছবি: ইনস্টাগ্রাম

আরও একবার একজোট হচ্ছে অ্যাভেঞ্জার্স। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তির প্রায় ছয় বছর পর ফের একাধিক সুপারহিরোকে নিয়ে সিনেমার ঘোষণা দিল মার্ভেল স্টুডিওস। প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করেছে। কোনো টিজার বা ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দিয়ে নয়, ভিন্ন তরিকায় কাস্টিং রিভিল করল প্রতিষ্ঠানটি। মার্ভেলের সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার লাইভ স্ট্রিমিং।

ভিডিওতে দেখা যায় সারি সারি চেয়ার। প্রতি চেয়ারে একেকজন অভিনয়শিল্পীর নাম লেখা। প্রতি দশ থেকে পনেরো মিনিট পরপর আসতে থাকে নতুন নাম। অ্যাভেঞ্জার্স: ডুমসডের শিল্পীদের নাম জানতে অধীর অপেক্ষায় ছিলেন দর্শক। এই লাইভ স্ট্রিমিং তার প্রমাণ, ২৭৫ মিলিয়ন দর্শক দেখেছেন ভিডিওটি। মার্ভেলের লাইভ স্ট্রিমিংয়ের ইতিহাসে যা সর্বোচ্চ।

অ্যাভেঞ্জার্স: ডুমসডেতে ফের একসঙ্গে দেখা যাবে মার্ভেলের সব হিরোকে। থর হিসেবে ফিরবেন ক্রিস হেমসওয়ার্থ, আয়রনম্যান থেকে ছুটি নিয়ে প্রথম বারের মতো ডক্টর ডুম হিসেবে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। টম হিডলস্টন, প্যাট্রিক স্টুয়ার্ট, ইয়ান ম্যাকলেনের মতো অভিনেতাদেরও দেখা যাবে এ সিনেমায়। এ ছাড়া ‘এক্স মেন’, ‘অ্যান্ট ম্যান’, ‘দ্য ফ্যালকন’, ‘ব্ল্যাক প্যান্থার’, ‘ফ্যান্টাস্টিক ফোর’, ‘থান্ডারবোল্টস’-এর নায়ক-নায়িকাও থাকবেন অ্যাভেঞ্জার্স: ডুমসডেতে।

এ সিনেমার মাধ্যমে পরিচালক জুটি রুসো ব্রাদার্সও অনেক দিন পর ফিরছে মার্ভেলে। এর আগে তাঁরা ‘ক্যাপ্টেন আমেরিকা: উইন্টার সোলজার’, ‘সিভিল ওয়ার’ এবং অ্যাভেঞ্জার্সের সবশেষ দুটি সিনেমা পরিচালনা করেছিলেন। ২০২৬ সালের ১ মে মুক্তি পাবে অ্যাভেঞ্জার্স: ডুমসডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত