Ajker Patrika

আদালত থেকে পালানো আসামি ৩ দিন পর গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
আদালত থেকে পালানো আসামি ৩ দিন পর গ্রেপ্তার

দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দা থেকে একজন হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ৩ দিন পর গ্রেপ্তার করেছে দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশ। আজ রোববার ঢাকার ধামরাইয়ের একটি ইট ভাটা থেকে পলাতক লুৎফর রহমানকে গ্রেপ্তার করে সন্ধ্যায় দিনাজপুর কোতোয়ালি থানায় হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান। 

পালিয়ে যাওয়া ওই আসামি হলেন দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট এলাকার মোতাহার হোসেনের ছেলে লুৎফর রহমান  (৩৫)। 

দিনাজপুর কোতোয়ালি বলছে, গত বৃহস্পতিবার দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পালিয়ে যাওয়ার পর পরিবারের সহায়তায় বগুড়ায় অবস্থান নেয় লুৎফর রহমান। সেখান থেকে তাঁর বাবার সহযোগিতায় ঢাকা ধামরাইয়ের কালামপুরে একটি ইটভাটায় শ্রমিকের কাজ নিয়ে আত্মগোপন করেন তিনি। দুই দিন বিরামহীন পরিশ্রমের পর ইটভাটা মালিক ও ম্যানেজারের সহযোগিতায় তাকে আটক করা হয়। পুলিশের পক্ষে ওই অভিযান পরিচালনা করেন দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক নুর আলম, ইব্রাহীম হোসেন এবং গোয়েন্দা পুলিশ সদস্য মো. দুলাল হোসেন। 

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে জেলহাজতে ছিলেন লুৎফর রহমান। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ চুরি ও মাদকের ৪টি মামলা রয়েছে। পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দণ্ডবিধি ২২৪ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে নির্ধারিত তারিখে হাজিরা দিতে পুলিশ প্রিজন ভ্যানে করে জেলা কারাগার থেকে লুৎফর রহমানকে অন্যান্য আসামিদের সঙ্গে কোর্টহাজতে আনা হয়। এরপর এজলাসে ডাক পড়লে দুই পুলিশ সদস্য আসামি লুৎফর রহমানকে সদর আমলি আদালত-১ এ নিয়ে যাওয়ার সময় কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে যান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত