Ajker Patrika

ফুলবাড়ীতে মোবাইলের দোকান থেকে আড়াই লাখ টাকার মালামাল চুরি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ীতে মোবাইলের দোকান থেকে আড়াই লাখ টাকার মালামাল চুরি

দিনাজপুরের ফুলবাড়ীতে মোবাইলের দোকানের টিন কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের নিমতলা মোড়ে সোহেল টেলিকম নামে একটি মোবাইলের দোকানে এ চুরির ঘটনা ঘটে। 

দোকানের মালিক নুর আলম বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। এরপর আজ বুধবার সকালে দোকাল খুলে দেখি ছাদের সিলিং খোলা এবং টিন কাটা অবস্থায় রয়েছে। সেখানে একটি দড়ি ঝোলানো ছিল। দোকান থেকে স্মার্ট মোবাইলসহ আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। 

ফুলবাড়ীতে টিন কেটে মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছেমার্কেট মালিক মোতালেব হোসেন বলেন, এ নিয়ে এই মার্কেটে চারবার চুরির ঘটনা ঘটল। এর আগে পাশের দোকানে চুরির ঘটনায় প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়। 

পৌর কাউন্সিলর মমতাজুর রহমান পারভেজ ও স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এটি খুব দুঃখজনক ঘটনা। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের চরম ক্ষতির সম্মুখীন হতে হবে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি। 

বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি শুনে ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত