Ajker Patrika

রংপুরে আনসার আল ইসলামের ১ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৮: ৩৬
রংপুরে আনসার আল ইসলামের ১ সদস্য গ্রেপ্তার

রংপুর সদর (রংপুর): রংপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার র‍্যাব–১৩ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবু বক্কর সাকিব (১৯)। আজ বিকেল ৩টায় র‍্যাব-১৩–এর মিডিয়া কর্মকর্তা স্যামুয়েল সাংমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার দুপুরে ঢাকার বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে আবু বক্করকে গ্রেপ্তার করে রংপুরে নিয়ে আসা হয়। গ্রেপ্তার হওয়া আবু বক্করের বাড়ি চাঁদপুর জেলায়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, আবু বক্কর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে ‘নাশকতামূলক জঙ্গি কার্যক্রম’ পরিচালনা করে আসছিল। ফেসবুক, টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তরুণ ও যুবকদের লক্ষ্য করে জঙ্গি ভাবধারার প্রচার করতেন তিনি। তিনি আনসার আল ইসলামের সক্রিয় সদস্য এবং ঈদ সামনে রেখে সরকারের ভাবমূর্তি বিনষ্টে নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনায় লিপ্ত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তারের সময় আবু বক্করের কাছ থেকে জঙ্গি প্রচারের কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম, বিভিন্ন উগ্রবাদী বই, সশস্ত্র প্রশিক্ষণের ম্যানুয়াল, জঙ্গি কার্যক্রমে জড়িত অন্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের স্ক্রিনশট ও চ্যানেলের লিংক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত