Ajker Patrika

পাবনায় নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
পাবনায় নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা

পাবনা শহরে সোহাগ হোসেন (২৬) নামের এক নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের দিলালপুর সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে একটি ওষুধের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের নতুন মাদারবাড়িয়া গ্রামের কামাল শেখের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক (স্যানিটারি মিস্ত্রি) ছিলেন। 

স্থানীয়রা জানান, সকালে তিনি কাজের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সরকারি বালিকা বিদ্যালয়ের পাশের ওষুধের দোকানে কয়েকজন যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের ছোট ভাই শুভ শেখ বলেন, ‘কার কি এমন ক্ষতি করল আমার ভাই, যে তাঁকে মেরেই ফেলতে হলো! যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।’ 

সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ধারণা করছি পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ওষুধের দোকানে ওষুধ কেনার সময় একজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় সোহাগের। সেখান থেকে ফেরার পথে সোহাগকে কুপিয়ে হত্যা করে ওই যুবক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ওসি বলেন, ‘হত্যাকাণ্ডের পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর পর বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার মূল রহস্য উদ্ঘাটনে আমরা কাজ করছি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত