Ajker Patrika

কামারখন্দে একজনকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি,  (কামারখন্দ) সিরাজগঞ্জ 
কামারখন্দে একজনকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার স্বল্প মাহমুদপুর গ্রামের খোকা শেখ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত খোকা শেখ সেই গ্রামের মাতব্বর। তিনি মৃত সাবের আলী শেখের ছেলে। কেন তাঁকে কোপানো হয়েছে তা এখনও জানা যায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হামিদুল ইসলাম জানান, রাতে এলাকার চায়ের দোকান থেকে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তরা খোকা শেখকে কুপিয়ে পালিয়ে যায়। পরে  স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাঁকে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা খারাপ হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।   

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, রাতে নিহতের মরদেহ থানায় আনা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত