Ajker Patrika

বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তাকে মারধর: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২২: ০২
বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তাকে মারধর: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ 

নাটোরের বড়াইগ্রামে অফিস কক্ষে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারধরের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল শনিবার রাতে উপজেলার মানিকপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতার নাম জামাল উদ্দিন মিয়াজী (২৭) ও উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি রুবেল বালী (৩২)। জামাল উদ্দিন মিয়াজী মালিপাড়া গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং রুবেল বালী মামলার প্রধান আসামি ও উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম বলেন, গ্রেপ্তার দুজন মামলার ১ ও ২ নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল বালী ও আওয়ামী লীগ কর্মী জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে ২৩-২৪ জন যুবক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে তাঁর দপ্তরে দরজা আটকে মারধর করেন। সেদিন রাতেই শিক্ষা কর্মকর্তা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন। 

এর আগে, গত শুক্রবার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মালিপাড়া গ্রামের ওসমান গণি (৩১), আবু বক্কর (২৯) এবং উপলশহর গ্রামের জুয়েল রানা (২৬)। এ মামলায় এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ।

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত