বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে অফিস কক্ষে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারধরের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল শনিবার রাতে উপজেলার মানিকপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতার নাম জামাল উদ্দিন মিয়াজী (২৭) ও উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি রুবেল বালী (৩২)। জামাল উদ্দিন মিয়াজী মালিপাড়া গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং রুবেল বালী মামলার প্রধান আসামি ও উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম বলেন, গ্রেপ্তার দুজন মামলার ১ ও ২ নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল বালী ও আওয়ামী লীগ কর্মী জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে ২৩-২৪ জন যুবক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে তাঁর দপ্তরে দরজা আটকে মারধর করেন। সেদিন রাতেই শিক্ষা কর্মকর্তা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন।
এর আগে, গত শুক্রবার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মালিপাড়া গ্রামের ওসমান গণি (৩১), আবু বক্কর (২৯) এবং উপলশহর গ্রামের জুয়েল রানা (২৬)। এ মামলায় এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ।
আরও পড়ুন:
নাটোরের বড়াইগ্রামে অফিস কক্ষে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারধরের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল শনিবার রাতে উপজেলার মানিকপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতার নাম জামাল উদ্দিন মিয়াজী (২৭) ও উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি রুবেল বালী (৩২)। জামাল উদ্দিন মিয়াজী মালিপাড়া গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং রুবেল বালী মামলার প্রধান আসামি ও উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম বলেন, গ্রেপ্তার দুজন মামলার ১ ও ২ নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল বালী ও আওয়ামী লীগ কর্মী জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে ২৩-২৪ জন যুবক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে তাঁর দপ্তরে দরজা আটকে মারধর করেন। সেদিন রাতেই শিক্ষা কর্মকর্তা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন।
এর আগে, গত শুক্রবার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মালিপাড়া গ্রামের ওসমান গণি (৩১), আবু বক্কর (২৯) এবং উপলশহর গ্রামের জুয়েল রানা (২৬)। এ মামলায় এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
৮ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
১০ দিন আগেফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
১৬ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
২০ দিন আগে