Ajker Patrika

পাবনায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত আটক

পাবনা প্রতিনিধি
পাবনায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত আটক

পাবনা সদর উপজেলার আরিফপুর এলাকায় ছুরিকাঘাতে আব্দুল করিম (৬০) নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মনি সরদারকে (৫০)  আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামের ঈমান আলীর ছেলে। তিনি পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন। অন্যদিকে আটক মনি সরদার একই ইউনিয়নের আরিফপুর গ্রামের বাদশা সরদারের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মনি সরদার মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে।

গ্রামবাসীর বরাত দিয়ে তিনি আরও বলেন, সকাল থেকেই মনি সরদার একটি ছুড়ি নিয়ে এলাকায় ঘুরছিলেন। হঠাৎ করেই পাশের গ্রামের বাসিন্দা আব্দুল করিম রাস্তা দিয়ে যাওয়ার সময় অতর্কিতভাবে ছুরিকাঘাত করেন মনি সরদার। এ সময় আব্দুল করিমের চিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই আরিফপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মনি সরদারকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে এখনো কেউ অভিযোগ দেয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত