Ajker Patrika

চেক জালিয়াতির ৪ মামলায় স্কুলশিক্ষক কারাগারে

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৬: ১১
চেক জালিয়াতির ৪ মামলায় স্কুলশিক্ষক কারাগারে

রাজশাহীর চারঘাটে চেক জালিয়াতির ৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমদাদুল হককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃত ইমদাদুল হক উপজেলার নিমপাড়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে। তিনি নিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

জানা যায়, ইমদাদুল হক স্থানীয় একাধিক ব্যক্তির কাছে থেকে চাকরি দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে চেকের মাধ্যমে টাকা আত্মসাৎ করেছিলেন। পরে ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করে। দায়েরকৃত চারটি মামলায় তাঁর সাজা হয়। 

পুলিশ জানান, ইমদাদুল হক চারটি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দায়েরকৃত একটি মামলায় ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, একটিতে ১৩ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, একটি মামলায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। 

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, চেক জালিয়াতির চার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইমদাদুল হক পলাতক ছিলেন। আজ বেলা ১২টার দিকে পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম কিবরিয়া ও সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিমপাড়া বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে দুপুর দেড়টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, এখন পর্যন্ত ইমদাদুল হকের গ্রেপ্তারের বিষয়ে তাঁকে কেউ জানাননি। তাই কি কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন বা কারাগারে গেছেন সে বিষয়ে তিনি অবগত নয়। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন শিক্ষা কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত