Ajker Patrika

আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৮: ০৩
আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

ময়মনসিংহে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে মো. জামান মিয়া (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর শিশির মাহমুদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল রোববার দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার বাড়েরারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া জামান মিয়া বাড়েরারপাড় এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। 

উপ-অধিনায়ক বলেন, প্রায় ৬ বছর আগে সদর উপজেলার চুরখাই এলাকার চেয়ারম্যানের কাছে সুপারিশ করে সুমন মিয়া নামের একজনকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেন জামান মিয়া। এ জন্য সুমন মিয়ার কাছ থেকে ৩ হাজার টাকা নেন। এ ঘটনার পর থেকে গ্রামের ভূমিহীন ও দুস্থদের কাছ থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায় করছিলেন তিনি। 

উপ-অধিনায়ক আরও বলেন, ২০১৯ সালে ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের ভূমিহীন ও দুস্থদের প্রতারণার জন্য টার্গেট করেন জামান। প্রথম দিকে ভূমিহীন ও দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪২ জন ভূমিহীন ও দুস্থদের কাছ থেকে ইট, বালু ও সিমেন্টের নামে এক থেকে পাঁচ হাজার টাকা করে আদায় করেন। এভাবে ৪২ জনের কাছ থেকে ২ লাখ ৯৫ হাজার টাকা আদায় করেন তিনি। পরে ভুক্তভোগীরা দীর্ঘদিন অপেক্ষা করার পরও ঘর না পেয়ে জামানের কাছে টাকা ফেরত চান। এ সময় বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি। এরপর বিষয়টি জানাজানি হলে বিভিন্ন সংবাদমাধ্যমে ঘটনাটি প্রকাশ করা হয়। পরে র‍্যাব অভিযান চালিয়ে জামানকে গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জামান। পরে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের ওই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত