Ajker Patrika

যশোরে যুবলীগ নেতার নেতৃত্বে সরকারি কর্মকর্তাকে লাঞ্ছনা, কর্মচারীকে মারধর 

যশোর প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৯: ৩১
যশোরে যুবলীগ নেতার নেতৃত্বে সরকারি কর্মকর্তাকে লাঞ্ছনা, কর্মচারীকে মারধর 

যশোরে যুবলীগ নেতার নেতৃত্বে একটি সরকারি অফিসের কর্মচারীকে মারপিট ও নারী কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ  পাওযা গেছে।

আজ রোববার বিকেল ৩টার দিকে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশ যুবলীগ নেতা ও তাঁর তিন সহযোগীকে যশোর শহরের রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন— যশোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহবুব ম্যানসেল, রাকিব হোসেন ওরফে ভাইপো রাকিব, অনিক হাসান মেহেদী হাসান ও মীর সাদী। তাঁদের বাড়ি শহরের ষষ্ঠীতলা এলাকায়। 

এই ঘটনায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন চারজনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তারের পর পুলিশ তাঁদের আদালতে হাজির করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট বিচারক পলাশ কুমার দালাল কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. বাপ্পি শেখর জানান, আজ দুপুর ১টার দিকে ম্যানসেল নামে একজন তাঁদের কেন্দ্রে চিকিৎসা নিতে এসেছিলেন। রেজিস্ট্রেশন করার পর তাঁকে কিছু ব্যায়াম দেখানো হয়। ব্যায়ামের পর একটি মেশিনে তাঁর থেরাপি নেওয়ার কথা। প্রতিষ্ঠানের কর্মী আল আমিন ওই মেশিনটি প্রস্তুত করে দেন। এ সময় অফিসের প্রধান কর্মকর্তা মুনা আফরিন আল আমিনকে ডাক দিলে তিনি মেশিনটি চালু না করে দিয়েই চলে যান। এরপর ম্যানসেল ও তাঁর সঙ্গে থাকা লোকজন আল আমিনকে ডেকে মারপিট করেন। চিৎকার শুনে মুনা আফরিন নিচে নেমে এলে তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। এ সময় তাঁর মোবাইল ফোন কেড়ে নেয় ম্যানসেলের লোকজন। অবশ্য পরে তাঁরা মোবাইল ফোনটি ফিরিয়ে দেন। বিষয়টি পরে পুলিশকে জানানো হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বলেন, ‘আমার চাকরি জীবনে এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। অফিসে কর্মরত অবস্থায় এভাবে লাঞ্ছিত হবো কখনো ভাবতে পারিনি।’

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি অফিসে ঢুকে কাজে বাধা দেওয়া, কর্মকর্তাকে শ্লীলতাহানি, কর্মচারীকে মারপিট ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে নিলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।’

শফিকুল আলম আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সবাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের নামে বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যাসহ নানা মামলা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত