আগুন কি জ্বলতেই থাকবে?
অগ্নিকাণ্ডে দেশে বছরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তার কোনো হিসাব পাওয়া না গেলেও আগুনে পুড়ে জীবন ও সম্পদের ক্ষতি একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বস্তি, বাসাবাড়ি, দোকানপাটে আগুন লাগার খবর প্রায়ই পাওয়া যায়। কোনো কোনো অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কম হয়, কোনোটায় বেশি।