গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে দ্বিতীয় শ্রেণিতে পড়া এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে আজ শুক্রবার সকালে পুলিশ বকুল শেখ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
গত বুধবার দুপুরে উপজেলার দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীর পাড়ে ঘটনাটি ঘটে। ধর্ষক স্থানীয় শাহাদৎ মেম্বারপাড়ার মৃত বদর উদ্দিন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে ভুক্তভোগী স্কুলছাত্রী নদীতে গোসল করতে যায়। এ সময় সুযোগ বুঝে ৪ নম্বর ফেরিঘাট জামে মসজিদের পেছনে বকুল শেখ শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি সে যেন বাড়ির কাউকে না বলে তার জন্য শিশুটিকে শাসিয়ে দেয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী শিশুটির মা নদীতে গোসল করতে গিয়ে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। বিষয়টি জানার পর বাড়ি ফিরে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিস্তারিত খুলে বললে তাৎক্ষণিকভাবে বিষয়টি শিশুর বাবাকে জানান। তিনি পরিবারের অন্যদের সঙ্গে আলোচনা করে আজ শুক্রবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় সকালে বাড়ি থেকে অভিযুক্ত ধর্ষক বকুল শেখকে গ্রেপ্তার করে।
স্থানীয়রা অভিযোগ কর বলেন, অভিযুক্ত ধর্ষক বকুল শেখের স্ত্রী তাকে তালাক দিয়ে সৌদি আরবে চলে যান। বাড়িতে তাঁর মেয়ে ও বকুল শেখ ছাড়া আর কেউ থাকে না। বকুল শেখ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালান।
ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগে বলেন, ‘আমার চার মেয়ের মধ্যে এই মেয়েটি দ্বিতীয়। গত বুধবার রাতে বাড়ি ফিরে দেখি মেয়েটির মন খারাপ, কারও সঙ্গে তেমন কোনো কথা বলছে না। শরীর খারাপ ভেবে মেয়েকে কিছু বলিনি। গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে মেয়ের কাছ থেকে বিস্তারিত জানতে পারি। আমি বকুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো বাবাকে মেয়ে ধর্ষণের অভিযোগ শুনতে না হয়।’
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘আজ শুক্রবার সকালে অভিযোগ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ধর্ষক বকুল শেখকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করিয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। আসামিকেও রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে দ্বিতীয় শ্রেণিতে পড়া এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে আজ শুক্রবার সকালে পুলিশ বকুল শেখ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
গত বুধবার দুপুরে উপজেলার দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীর পাড়ে ঘটনাটি ঘটে। ধর্ষক স্থানীয় শাহাদৎ মেম্বারপাড়ার মৃত বদর উদ্দিন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে ভুক্তভোগী স্কুলছাত্রী নদীতে গোসল করতে যায়। এ সময় সুযোগ বুঝে ৪ নম্বর ফেরিঘাট জামে মসজিদের পেছনে বকুল শেখ শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি সে যেন বাড়ির কাউকে না বলে তার জন্য শিশুটিকে শাসিয়ে দেয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী শিশুটির মা নদীতে গোসল করতে গিয়ে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। বিষয়টি জানার পর বাড়ি ফিরে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিস্তারিত খুলে বললে তাৎক্ষণিকভাবে বিষয়টি শিশুর বাবাকে জানান। তিনি পরিবারের অন্যদের সঙ্গে আলোচনা করে আজ শুক্রবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় সকালে বাড়ি থেকে অভিযুক্ত ধর্ষক বকুল শেখকে গ্রেপ্তার করে।
স্থানীয়রা অভিযোগ কর বলেন, অভিযুক্ত ধর্ষক বকুল শেখের স্ত্রী তাকে তালাক দিয়ে সৌদি আরবে চলে যান। বাড়িতে তাঁর মেয়ে ও বকুল শেখ ছাড়া আর কেউ থাকে না। বকুল শেখ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালান।
ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগে বলেন, ‘আমার চার মেয়ের মধ্যে এই মেয়েটি দ্বিতীয়। গত বুধবার রাতে বাড়ি ফিরে দেখি মেয়েটির মন খারাপ, কারও সঙ্গে তেমন কোনো কথা বলছে না। শরীর খারাপ ভেবে মেয়েকে কিছু বলিনি। গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে মেয়ের কাছ থেকে বিস্তারিত জানতে পারি। আমি বকুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো বাবাকে মেয়ে ধর্ষণের অভিযোগ শুনতে না হয়।’
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘আজ শুক্রবার সকালে অভিযোগ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ধর্ষক বকুল শেখকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করিয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। আসামিকেও রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৫ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৯ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
২০ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
০১ সেপ্টেম্বর ২০২৫